Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মি টু’ তে ফাঁসলেন রাজকুমার হিরানি


১৪ জানুয়ারি ২০১৯ ১৩:৫৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৫:৩৫

rajkumar hirani

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

‘মুন্না ভাই’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ ছবিগুলো দিয়ে তিনি পরিচালক হিসেবে পেয়েছেন জনপ্রিয়তা এবং শ্রদ্ধাও। রাজকুমার হিরানি, শুধু বলিউডেই নয় এদেশের সিনেমাপ্রেমীদের কাছেও পরিচিত হয়ে উঠেছেন তার পরিচিালিত সিনেমার মাধ্যমে।

এই পরিচালকের এবার মুখ পুড়তে চলেছে ‘মিটু’ বিতর্কে। অভিযোগ, ‘সঞ্জু’র পোস্ট প্রোডাকশন চলাকালীন এক তরুণীকে একাধিকবার যৌন হেনস্থা ও নিগ্রহ করেছেন হিরানী। ই-মেইলের মাধ্যমে ‘সঞ্জু’ ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া এবং তার স্ত্রী অনুপমাকে এমন অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। অভিযোগকারীর নাম প্রকাশ করেনি ভারতীয় গণমাধ্যম।


আরও পড়ুন :  ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জন্মভূমি’


গত বছর (২০১৮) মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলেছে ‘সঞ্জু’র পোস্ট প্রোডাকশন। ঠিক সে সময় হিরানির নিগ্রহ ও হেনস্থার শিকার হয়েছিলেন ওই তরুণী।

গত নভেম্বরে ‘সঞ্জু’র অন্যতম প্রযোজনা সংস্থা বিধু বিনোদ চোপড়া ফিল্মসের দুই কর্ণধার বিধু বিনোদ ও তাঁর স্ত্রী অনুপমা চোপড়াকে মেল করে বিস্তারিত জানান ওই নিগৃহীতা।

তারপর থেকেই নাকি রাজকুমার হিরানির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন প্রযোজক দম্পতি। তারা পুরোদমে নিগৃহীতার পাশে রয়েছেন। এই গুরুতর অভিযোগের নিষ্পত্তি করতে চান বলে সাংবাদিকদের জানিয়েছেন অনুপমা চোপড়া। এ বিষয়ে রাজকুমার হিরানির একাধিক ছবির চিত্রনাট্যকার অভিজাত যোশীও নিগৃহীতার পাশে রয়েছেন বলে জানা গেছে।

হাফিংটন পোস্ট জানিয়েছে সব অভিযোগ অস্বীকার করেছেন হিরানি। তার পক্ষে আইনজীবী আনন্দ দেশাই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে অভিযোগকারী ওই নারী হাফিংটন পোস্টকে বলেছে, চাকরি রক্ষা করার জন্যই সে এতদিন চুপ ছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :

.   তবে কি এ বছরই ঘটছে ঘটনা!

.   ‘বিসর্জন’ ব্যর্থতায় অনিশ্চিত ‘বিজয়া’

.   ‘গণ্ডি’তে চূড়ান্ত সব্যসাচী, শুটিং মার্চে


পরিচালক মি টু রাজকুমার হিরানি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর