সালিশে অপু একা, পরবর্তী শুনানি ১২ ফেব্রুয়ারি
১৫ জানুয়ারি ২০১৮ ১৩:২০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ২২:৩৩
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাসের বিচ্ছেদের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১২টায় শুরু হয় এই শুনানি। তবে ডিএনসিসি’র সালিশ পরিষদে একাই এসেছিলেন অপু বিশ্বাস।
শাকিব খান না থাকায় সালিশের নতুন তারিখ ধার্য করা হয়েছে ১২ ফেব্রুয়ারি।
গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়। সিটি করপোরেশনের পারিবারিক আদালত সূত্রে জানা গেছে, কোনো পক্ষ তালাকের আবেদন করলে আদালতের কাজ হচ্ছে ৯০ দিনের মধ্যে উভয়কে তিনবার ডেকে সমঝোতার চেষ্টা করা। সমঝোতা না হলে স্বাভাবিকভাবেই তালাক কার্যকর হয়ে যাবে। এখানে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।
ডিএনসিসির অফিসে পারিবারিক আদালতে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটির তালাকের বিষয়টি নিয়ে সালিশ বসে।
সারাবাংলা/টিএস/পিএ