Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’


১০ জানুয়ারি ২০১৯ ১৩:৪৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ১৮:৪১

থিয়েটার আর্ট ইউনিট

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দেশের অন্যতম নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’। বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ড. মোহাম্মদ বারী। শুক্রবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।


আরও পড়ুন :  এক পরামর্শসহ সেন্সর পেল ফারুকী’র ‘শনিবার বিকেল’


গত ৭ থেকে ৯ জানুয়ারি মহিলা সমিতির মঞ্চে নাটকটির কারিগরি মহড়া অনুষ্ঠিত হয়। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৩২তম প্রযোজনা।

‘অনুদ্ধারণীয়’ মূলত প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প। কবি ও কবিভক্ত অমিতের চূড়ান্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী। বাস্তবতার দৃষ্টিকোণ থেকে অন্তঃসারহীন ভাববাদিতার অভিযোগে কবি অভিযুক্ত হন, এমনকি খ্যাতির চূড়ায় প্রতিষ্ঠিত কবির বন্ধ্যা সৃজনশীলতার অভিযোগও কবিভক্ত অমিতের। কবির প্রকৃত সৃজনকে ভাবীকালে উত্তীর্ণ করার দায় নিয়ে অমিত কবিকে ধরে নিয়ে যায় তার ডেরায়। মুখোমুখি হয় দুজন।

নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, মেহমুদ সিদ্দিকী লেনিন, মাহফুজ সুমন, নুরুজ্জামান বাবু, এস আর সম্পদ, মোহাম্মদ রাকিব, সুমন আকন্দ, আশিকসহ অনেকে।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

.   নিজের মৃত্যু গুজবে ব্যথিত কাজী হায়াৎ

.   ‘অগ্নি ৩’ ছবির শুটিং সেপ্টেম্বরে


থিয়েটার আর্ট ইউনিট নাটক মঞ্চ মহিলা সমিতি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর