Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অগ্নি ৩’ ছবির শুটিং সেপ্টেম্বরে


১০ জানুয়ারি ২০১৯ ১২:০২ | আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ১৩:২৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘অগ্নি’ সিরিজের প্রথম কিস্তিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। দ্বিতীয়টিতে ছিলেন তখনকার উঠতি নায়ক কলকাতার ওম। ইফতেখার চৌধুরীর নির্মাণে দুটি ছবিই হয়েছিল বাম্পার হিট।

এবার এরা কেউ নন, সম্পূর্ণ নতুনদের নিয়ে ‘অগ্নি’ সিরিজের তৃতীয় ছবি নির্মাণ করতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া। বুধবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান আব্দুল আজিজ।


আরও পড়ুন :  উৎসবের যত ভেন্যু


পরবর্তীতে তিনি সারাবাংলাকে এ প্রসঙ্গে জানান, ‘আগের দুটো সিনেমার কোন কলাকুশলীই নতুন ছবিটির সঙ্গে যুক্ত হবেন না। নতুন-পুরনোর মিশেল থাকবে তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে। আমরা এখনো কিছু চূড়ান্ত করিনি, আপাতত শুধু গল্প নিয়ে ভাবছি। কাস্টিং চূড়ান্ত করতে আরও এক মাসের মতো লেগে যেতে পারে।’

প্রযোজক আবদুল আজিজ আরও বলেন, ‘ আগেই আমরা “অগ্নি-৩” নির্মাণের ঘোষণা দিয়ে রেখেছিলাম। আজকে গল্প চূড়ান্ত হলো। আগের দুটো ছবিতে অ্যাকশন গুরুত্বপূর্ণ হলেও তৃতীয় ছবিতে আমরা খুব আবেগী একটা গল্প বলব। এই গল্পটা আমাদের আগের সব গল্পকে ছাড়িয়ে যাবে। অ্যাকশন থাকবে, রোমান্স থাকবে, উত্তেজনা থাকবে। তবে সবচেয়ে বেশি যেটা থাকবে সেটা হলো মানবিক সম্পর্ক।’

ঢাকা, কলকাতা ও মুম্বাই- এই তিন শহরে তিনভাবে লেখা হয়েছিল ‘অগ্নি-৩’ ছবির চিত্রনাট্য। একটি গল্পও মনঃপুত হয়নি তার। সেকারণে নিজের ওপর ভরসা রেখেছেন আব্দুল আজিজ। নিজেই গল্প লিখেছেন তিনি। যদিও ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লেখার কাজে বর্তমানে তিনজন করছেন। তাদের নাম পরে জানবেন আজিজ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘অগ্নি-৩’ দেশীয় প্রযোজনায় নির্মিত হবে। এক্ষেত্রে সৈকত নাসির কিংবা রায়হান রাফি পেতে পারেন ছবিটি নির্মাণের দায়িত্ব। ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে এ বছরের সেপ্টেম্বর মাসে।

সারাবাংলা/টিএস/আরএসও/পিএ


আরও পড়ুন :

.   সুস্থ হয়ে বাসায় ফিরছেন রাকেশ রোশান

.   গলির ছেলে ধরা দিলো ট্রেলারে…

.   এ বছরই ফ্লোরে গড়াবে ‘মুন্নাভাই থ্রি’

.   ভারতে নাট্যোৎসব শুরু ‘খনা’র মঞ্চায়নে

.   যৌথ প্রযোজনার নামে ‘যৌথ প্রতারণা’ বন্ধ করেছি: খোকন

.   ৭২ দেশ, ২১৮ চলচ্চিত্র, মঞ্চ প্রস্তুত

.   হয়েছে আংটি বদল, এপ্রিলে বিয়ে

.   বার্লিনালে ডাক পেলেন দেশের দুই চলচ্চিত্র কর্মী

.   দুই প্যানেলে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন

.   বলিউডে ক্যান্সারের নতুন থাবা, এবার রাকেশ রোশন


অগ্নি ৩ আব্দুল আজিজ জাজ মাল্টিমিডিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর