ভারতে সম্মাননা পেলেন সাবিনা ইয়াসমিন
৬ জানুয়ারি ২০১৯ ১৫:৪৯ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ১৫:৫৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বাংলা গানের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন ভারতে সম্মাননান পেয়েছেন। বাংলাদেশ ও পশ্চিমবাংলা প্রদেশ আয়োজিত এক অনুষ্ঠানে ‘জীবনকৃতি সম্মাননা’ পেয়েছেন দেশের এই খ্যাতিমান এই শিল্পী। কলকাতার নজরুল মঞ্চে শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনের বাংলা উৎসবে সাবিনা ইয়াসমিনকে সম্মানিত করা হয়।
বন্ধন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চন্দ্র শেখরের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন সাবিনা।
আরও পড়ুন : অস্কার উপস্থাপনা করছেন না কেভিন হার্ট
সম্মাননা পাওয়ার পর সাবিনা ইয়াসমিন বলেন, ‘দেশের বাইরে এই ধরনের সম্মাননা দারুণ আনন্দের। কলকাতার নজরুল মঞ্চে জীবনকৃতি সম্মাননা অনেক বড় এক স্বীকৃতি। যারা এই আয়োজনের সঙ্গে রয়েছেন তাদের সবার কাছে আমার অশেষ কৃতজ্ঞতা।’
এ সময় শ্রোতাদের অনুরোধে ‘সব ক’টা জানালা খুলে দাও না’ গানটি খালি গলায় গেয়ে শোনান সাবিনা ইয়াসমিন।
উচ্চাঙ্গ ধ্রুপদ, লোকসংগীত থেকে আধুনিক বাংলা গানসহ চলচ্চিত্রের প্লে-ব্যাকের কারণে দুই বাংলাতেই সাবিনা ইয়াসমিন খ্যাতিমান। দেশাত্মবোধক গানেও প্রায় চার দশক ধরে রাজত্ব করছেন তিনি। সর্বাধিক ১৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাবিনা ইয়াসমিন।
সারাবাংলা/টিএস/পিএ
আরও পড়ুন :
ফ্রেব্রুয়ারিতে কলকাতায় মুক্তি শুভর ‘আহা রে’
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গাজী মাজহারুল আনোয়ার
‘কিম কি-দুক’-এর অভিযোগ খারিজ
সাইকো রূপে দেখা দিলেন জয়া আহসান