অপূর্বা-জয়ের প্রেমের গল্প ‘প্রেম আমার ২’
৪ জানুয়ারি ২০১৯ ১৮:৫১ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৯ ১১:২৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
প্রকাশ পেল যৌথ প্রযোজনার সিনেমা ‘প্রেম আমার ২’ ছবির ট্রেলার। প্রকাশ পাবেই না কেন? আজ ৪ জানুয়ারি, দেশে ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ২৫ জানুয়ারি। ছবিতে অভিনয় করেছেন দেশের পূজা চেরী, চম্পা, নাদের চৌধুরী, কলকাতার অদৃতসহ অনেকে।
ট্রেলার দেখে জানা গেল ছবিতে পূজা অভিনয় করেছেন অপূর্বা চরিত্রে, অদৃত হয়েছেন জয়। ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র সৌরভ দাস। তিনি অভিনয় করেছেন সৌম্য চরিত্র। মূলত এই তিনজনকেই পর্দায় দেখা যাবে বেশি করে। তবে মূল কাহিনী বা গল্প পূজা ও অদৃতের।
প্রেমের গল্পেই নির্মিত হয়েছে ‘প্রেম আমার ২’। দশ বছর আগে রাজ চক্রবর্তী নির্মাণ করেছিলেন ‘প্রেম আমার’। পায়েল সরকার ও সোহম অভিনীত ছবিটি কলকাতায় ভালো ব্যবসা করে। দশ বছর পর আসছে দ্বিতীয় কিস্তি। তবে এবার আর রাজ চক্রবর্তী নেই পরিচালনায়। রাজ চক্রবর্তীর গল্পে ছবিটি পরিচালনা করেছেন বিদুলা ভট্টাচার্য্য। দেশের জাজ মাল্টিমিডিয়া এবং রাজ চক্রবর্তী প্রোডাকশনসের প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি।
পূজা-অদৃত জুটি এর আগে ‘নূর জাহান’ ছবিতে অভিনয় করেছিলেন। ‘প্রেম আমার ২’ এই জুটির দ্বিতীয় ছবি।
সারাবাংলা/পিএ/পিএম