উপস্থাপনায় সুবর্ণা মুস্তাফা
৩ জানুয়ারি ২০১৯ ১৯:৫০ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৯ ১১:৫৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
শিগগিরই উপস্থাপনায় দেখা যাবে দেশ বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে। ‘কুইজিং টাইম’ শিরোনামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। ১৬ জানুয়ারি থেকে কুইজ শো’টি প্রচার হবে সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর-এ।
প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার রাত ১১টায় প্রচার হবে এই অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩২ শিক্ষার্থী এতে প্রতিযোগী হিসেবে অংশ নেবেন। ২২ পর্বের ‘কুইজিং টাইম’-এর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মার্চ।
আয়োজনটি প্রসঙ্গে নিউজ টোয়েন্টি ফোর-এর হেড অব মার্কেটিং আনিসুর রহমান তারেক বলেন, ‘আয়োজনে মোট ২২টি পর্বের মধ্যে একটি জার্নি এপিসড থাকবে। পর্বটিতে চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের ব্যক্তিগত অনেক তথ্য দেখানো হবে। আর কুইজের প্রশ্ন রাখা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান, প্রযুক্তি ও আইসিটি, বিশ্ব সংস্কৃতি ও জীবনাচরণসহ বেশকিছু বিষয় থেকে। প্রতিটি পর্ব আমরা সাজিয়েছি পাঁচটি রাউন্ডে।’
‘কুইজিং টাইমে’র বিজয়ী পাবেন ৫ লাখ টাকা। প্রথম রানার-আপ পাবেন ৩ লাখ টাকা। এছাড়া প্রতিটি সেগমেন্ট বিজয়ীরা পাবেন বই।
সারাবাংলা/পিএ