অন্ধকারেই থাকছে শাকিব-অপু’র ‘মাই ডার্লিং’
২৭ ডিসেম্বর ২০১৮ ১২:৫৪ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১৩:০৮
।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
একই ছবিতে পুনরায় শিডিউল না দেয়ার অভিযোগ উঠেছে শাকিব খান এবং অপু বিশ্বাসের বিরুদ্ধে। তারা দুজন একসঙ্গে ‘মাই ডার্লিং’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন চার বছর আগে। এটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। ২০১৪ সালে মহরতের মাধ্যমে সিনেমার শুটিং শুরু হয়েছিল। তারপর কয়েকদফা শুটিং হলেও একসময় শুটিং বন্ধ হয়ে যায় সিনেমাটির।
চলতি বছরের মার্চে শিডিউল না দেয়ার অভিযোগ এনে ছবির প্রযোজক মনিরুজ্জামান চলচ্চিত্রের তিন সমিতিকে অভিযোগপত্র পাঠিয়েছিলেন। তবুও শিডিউল ফাঁসানোর অভিযোগের কোন সুরাহা হয়নি। মূলত শাকিব-অপুর বিয়ে ও সন্তানের খবর ফাঁস এবং পরবর্তীতে ডিভোর্সের কারণে লোকসানের মুখে পড়েন এই প্রযোজক। কারণ নায়ক-নায়িকা দুজনে একসঙ্গে সিনেমা না করার অলিখিত সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন : বিয়ে করলেন মাইলি সাইরাস ও হেমসওয়ার্থ
তবে প্রযোজক মনিরুজ্জান ও পরিচালক চান সিনেমাটির কাজ শেষ হোক। অন্ধকার থেকে আলোর মুখ দেখুক। সেজন্য আবারও চলচ্চিত্র প্রযোজক সমিতিতে অভিযোগপত্র পাঠিয়েছেন প্রযোজক মনিরুজ্জামান। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির কর্মকর্তা সৌমেন রায় বাবু।
তিনি বলেন, ‘আমরা মাহিন ফিল্মস থেকে শাকিব-অপুর শিডিউল ফাঁসানোর অভিযোগপত্রটি পেয়েছি। এর আগেও অভিযোগপত্র দেয়া হয়েছিল। প্রযোজক সমিতি থেকে আমরা তাদের দুজনকেে আবার চিঠি পাঠাব।’
এদিকে সিনেমাটির পরিচালক মনতাজুর রহমান আকবর মনে করেন সিনেমাটির কাজ শেষ হওয়ার সম্ভাবন কম। তিনি সারাবাংলাকে বলেন, ‘সিনেমাটির কোন ভবিষ্যৎ নেই। কাজ শেষ হবে না। তবুও পরিচালক হিসেবে আমি চাই সিনেমাটির কাজ শেষ হোক। তবে আমি হতাশ। আশাবাদীও নই। কারণ শাকিব-অপুর বিয়ের খবর প্রকাশ হয়েছে। সন্তানও আছে। আবার ডিভোর্সও হয়েছে। বিবাহিত নায়ক-নায়িকার ছবি এদেশে চলে না।’
তিনি আরও বলেন, ‘এর আগে অনেকবার তাদের শিডিউল দেয়ার কথা বলা হয়েছে। তারা কেবলই নয়ছয় করে শিডিউল দেননি। এর ফলে প্রযোজক ক্ষতির মুখে পড়েছেন। প্রযোজক যেন ক্ষতির মুখে না পড়ে সেটাও দেখা শিল্পীর দায়িত্বের মধ্যে পড়ে।’
এ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, প্রবীর মিত্র, রেহানা জলি ও কাবিলা। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।
সারাবাংলা/আরএসও/পিএ
আরও পড়ুন : বালা সাহেব ঠাকরের ভূমিকায় অনবদ্য নওয়াজ
অপু বিশ্বাস মনতাজুর রহমান আকবর মনিরুজ্জামান মাই ডার্লিং শাকিব খান