Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারির পঁচিশে আসছে ‘প্রেম আমার ২’


২৫ ডিসেম্বর ২০১৮ ১৮:২৮ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৮:৪০

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিলেটে শুরু হয়েছিল ‘প্রেম আমার ২’ ছবির দৃশ্যধারণের কাজ। সেসময় ‘বৈধ কাগজ পত্র’ না থাকার অভিযোগ তুলে ছবিটির নির্মাণ আটকে দেয় পুলিশ। পরে পশ্চিমবাংলায় নির্মাণ শেষ হওয়া এই ছবিটি এখন রয়েছে মুক্তি দোঁড়গোড়ায়। নতুন বছরের ২৫ জানুয়ারিতে বাংলাদেশের দর্শকেরা প্রেক্ষাগৃহে বসে দেখতে পাবেন ছবিটি। ‘প্রেম আমার ২’ ছবির বাংলাদেশ অংশের প্রযোজক আব্দুল আজিজ সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রেম আমার ২ ছবিটি প্রথম মাসের ২৫ তারিখে মুক্তি পাচ্ছে। এখন একে একে ছবিটির ট্রেলার ও গান প্রকাশ করবো আমরা। প্রচারণা চলবে, সেই সঙ্গে হল বুকিংও চলবে।’


আরও পড়ুন :  শক্তিশালী পাত্র চান ক্যাটরিনা কাইফ


এদিকে মুক্তি উপলক্ষে অন্তর্জালে প্রকাশ পেয়েছে ‘প্রেম আমার ২’ ছবির প্রথম পোস্টার। মঙ্গলবার বিকেলে দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নিজেদের ফেসবুক পাতায় প্রকাশ করে পোস্টারটি। রোম্যান্টিক ধাঁচের এই ছবির প্রথম পোস্টারেও পূজা চেরি এবং অদ্রিতকে রোমান্স করতে দেখা গেছে। পাহাড়ি এলাকায় একটি সাইকেলে বসে আছেন অদ্রিত, আর ব্রেকে বসে থাকা পূজা চুমু খাচ্ছেন তার কপালে— এমন ছবির পোস্টারটি অন্তর্জালে আলোচিতও হচ্ছে বেশ।

বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেম আমার ২’ ছবিটি পরিচালনা করেছেন বিদুলা ভট্টাচার্য্য। ছবিটি নির্মাণে নবীন এই নির্মাতাকে পথ দেখিয়েছেন রাজ চক্রবর্তী। বাংলাদেশ থেকে পূজা চেরী ছাড়াও চম্পা, নাদের চৌধুরীর মতো শিল্পীরা অভিনয় করেছেন ছবিটিতে। ওপার বাংলা থেকে রয়েছে অদ্রিত।

বিজ্ঞাপন

পূজা-অদ্রিত জুটি এর আগে ‘নূর জাহান’ ছবিতে অভিনয় করেছিলেন। মারাঠি সিনেমা ‘সাইরাত’ থেকে বানানো ছবিটি দুই বাংলাতেই প্রশংসিত হয়। ‘প্রেম আমার ২’ এই জুটির দ্বিতীয় ছবি।

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :

.   বড়দিনে টনি’র বাসায় তারকা হাট

.   সন্তানদের নিয়ে প্রকাশ্যে জোলি

.   ৫৫ বছরে বিটিভি

.   পিতা-পুত্রের শুভেচ্ছা

.   জয়াকে কৌশিক গাঙ্গুলির অনুরোধ


অদ্রিত আব্দুল আজিজ চম্পা নাদের চৌধুরী নূর জাহান পূজা চেরী প্রেম আমার ২ বিদুলা ভট্টাচার্য্য রাজ চক্রবর্তী সাইরাত