Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখকে দেখতে চান ভক্ত মালালা


২৩ ডিসেম্বর ২০১৮ ১৩:৩১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৭:১০

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

শুক্রবার স্বপরিবারে ‘জিরো’ ছবিটি দেখেছেন পৃথিবীর সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। ছবিতে ‘বাউয়া সিং’ চরিত্রে শাহরুখ খানের অভিনয় মুগ্ধ করেছে তাকে। প্রেক্ষাগৃহে বসেই ব্রিটিশ গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি শাহরুখের বিশাল ভক্ত। তাকে আমি সরাসরি দেখতে চাই।’

মালালা আশা করছেন, শাহরুখ খান কখনো ব্রিটেনে কিংবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আসবেন। তার স্বপ্ন, সামনের সারিতে বসে শাহরুখের বক্তব্য শুনবেন। এজন্য মিডিয়াকে মাধ্যম করে কিং খানকে নিজের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমন্ত্রনও জানিয়েছেন তিনি।


আরও পড়ুন :  নকশী কাঁথার মাঠ অবলম্বনে চলচ্চিত্র ‘নকশী কাঁথার খোঁজে’


‘জিরো’ সিনেমায় শাহরুখ খানের অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ মালালা। মুক্তির দিনেই ছবিটি দেখেছেন তিনি। তারপর তিনি তার প্রাতিক্রিয়া শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। মালালার শেয়ার করা সেই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। শুধু মালালা নয়, তার বাবা-মা’ও ছবিটি দেখে দারুণ উৎফুল্ল।

ইনস্টায় শেয়ার করা ভিডিওতে মালালা বলেন, ‘এই শাহরুখ, আপনার সিনেমাটি দেখে খুবই ভালো লেগেছে, আমার গোটা পরিবারেরই সিনেমাটা পছন্দ হয়েছে। আমি আপনার অনেক বড় ভক্ত। টুইটারে আপনার সঙ্গে কথা হয় কিন্তু আমি আশা করছি আপনি একদিন অক্সফোর্ডে আসবেন অথবা ব্রিটেনের যেকোন জায়গায় আসবেন। আর সে দিন আমার জন্য হবে বড় একটি দিন। আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো।’

এর আগেও শাহরুখের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মালালা। ‘জিরো’ দেখার পর আবারও মালালা তার সেই পুরনো ইচ্ছে প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘জিরো’ সিনেমাটি নির্মাণ করেছেন আনন্দ এল রাই। শাহরুখের সঙ্গে ছবিটিতে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। গেল শুক্রবার প্রায় ছয় হাজার সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। যেটি প্রথম দিনে আয় করেছে ২০ কোটিরও বেশি টাকা।

সারাবাংলা/টিএস/পিএম

https://www.instagram.com/p/BrrEsHyB1oX/?utm_source=ig_embed


আরও পড়ুন :  সিরিয়া ও ইরাকে হবে ‘বাঘি থ্রি’র শুটিং!


জিরো মালালা মালালা ইউসুফজাই শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর