বিয়ের পর অ্যাকশন মেজাজে রণবীর সিং
৩ ডিসেম্বর ২০১৮ ১৫:০৫ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৮ ১৬:০৪
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
দীপিকার সঙ্গে বিয়ের সব ধরনের আনুষ্ঠানিতা শেষ করে ফেলেছেন রণবীর সিং। এবার কাজে ফেরার পালা। গেল সপ্তাহে অংশ নিয়েছেন মুক্তিপ্রতীক্ষিত ‘সিম্বা’ সিনেমার ডাবিংয়ে। বিয়ের পর কাজে ফেরার খবর বণবীর নিজেই টুইটার পোস্টে সবাইকে জানিয়েছেন।
এদিকে আজ (৩ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ‘সিম্বা’ সিনেমাটির ট্রেইলার। ২ মিনিট ৫৪ সেকেন্ডের ট্রেইলার এখন পর্যন্ত ৫০ লাখেরও বেশি মানুষ দেখেছে। সিনেমায় একজন পুলিশ অফিসারের ভূমিকার অভিনয় করেছেন রণবীর। পুরো ট্রেইলারে বেশ অ্যাকশন মেজাজে তাকে পাওয়া গেল। এই প্রথম পুলিশ চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং।
এই ছবিতে তার নায়িকা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। এটি সারা আলী খানের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি ‘কেদারনাথ’ সিনেমায় অভিনয় করেছেন। যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি। তবে মুক্তি পেয়েছে ট্রেইলার ও গান।
‘সিম্বা’ ছবিটি পরিচালনা করেছেন রোহিত শেঠি। প্রযোজনা করেছেন করণ জোহর। ছবিতে রণবীর-সারা ছাড়াও আছেন সোনু সুদ ও আশুতোষ রানা। এই দুজনকে দেখা যাবে ভিলেনের চরিত্রে। এছাড়া একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ।
ডিসেম্বরের ২৮ তারিখে মুক্তি পাবে ‘সিম্বা’। বিয়ের পর এটিই রণবীর সিংয়ের মুক্তি প্রতীক্ষিত প্রথম সিনেমা।
সারাবাংলা/আরএসও/