Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যান্ড ফেস্টে গানে গানে বাচ্চুকে স্মরণ


২ ডিসেম্বর ২০১৮ ১২:১৪

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

৫ম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ছিল আইয়ুব বাচ্চুময়। আগে ব্যান্ড ফেস্ট মানেই ছিল আইয়ুব বাচ্চু আর তার ব্যন্ড এলআরবি’র সদর্প পদচারনা। এবার সবই আছে কিন্তু আইয়ুব বাচ্চু নেই। তবে তিনি সশরীরে তা থাকলেও অনুষ্ঠানের পুরোটা জুড়েই ছিলেন তিনি। ছিল তার গড়া ব্যান্ডদল এলআরবি। এলআরবি’র হয়ে এদিন মঞ্চে ওঠেন আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার। তাজওয়ার তার বাবার গাওয়া গান পরিবেশন করেন। এ সময় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

বিজ্ঞাপন

৫ম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৮-এর উৎসব উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন আইয়ুব বাচ্চুর বন্ধুরা। বিজয়ের মাসের প্রথম দিন হওয়ায় ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরাও।

চ্যানেল আই প্রাঙ্গনে হওয়া এবারের উৎসবে অংশ নেওয়া সব কটি ব্যান্ড নিজেদের গানের পাশাপাশি গেয়েছে আইয়ুব বাচ্চুর গান। উৎসবে অংশ নেয়া ব্যান্ডের মধ্যে ছিল ফিডব্যাক, জলের গান, উচ্চারণ, ডিফারেন্ট টাচ, অবসকিউর, তিরন্দাজ, ম্যাট্রিকেল,  আর্টসেল, উচ্চারণ, সমীকরণ, দলছুট এবং এলআরবি।

অনন্যা রুমার পরিচালনায় পুরো অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচারিত হয়।

সারাবাংলা/পিএম

 

 

আইয়ুব বাচ্চু ব্যান্ড ফেস্ট ২০১৮