Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিফের গানে তানহা তাসনিয়া


২৮ নভেম্বর ২০১৮ ১৬:৩৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ১৭:৪১

আসিফ আকবর

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

আসিফ আকবর মানেই নতুন কিছু, ভিন্ন কিছু। এরই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে আসিফ আকবরের নতুন গান ‘একটা গল্প ছিলো’। কি গল্প ছিলো? কার সাথেই বা গল্প? জানতে হলে শুনতে এবং দেখতে হবে আসিফ আকবরের নতুন গান। ইতিমধ্যে অনলাইনে প্রকাশ পেয়েছে গানটি।


আরও পড়ুন :  অপূর্ব-মেহজাবিনের ‘সুখে দুঃখে’


স্নেহাশীষ ঘোষের কথায় গানটি সুর করেছেন মুহাম্মদ মিলন। এর সংগীতায়োজন করেছেন রনি। গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। সৌমিত্র ঘোষ ইমনের ভিডিও পরিচালনায় এতে আসিফ আকবরের সাথে মডেল হয়েছেন তানহা তাসনিয়া।

চলচ্চিত্রে কাজ করেই পরিচিতি পান তানহা তাসনিয়া। চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত অভিনয় করেছেন শাকিব খান, আরিফিন শুভর বিপরীতে। এখন তানহা তাসনিয়া চলচ্চিত্রে কিছুটা অনিয়মিত।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘এটি একটি রোমান্টিক ঘরনার গান। গানটির ভিডিওটিও দারুণ হয়েছে। আমার শ্রোতা-দর্শকরা আমার কাছে যে ধরনের গান আশা করেন ‘‘একটা গল্প ছিলো’’ ঠিক সে ধরনেরই গান। স্নেহাশীষ, মিলন আর রনি দারুণ কাজ করেছে।

গতকাল (২৭ নভেম্বর) অনলেইনে প্রকাশ পেয়েছে ‘একটা গল্প ছিলো’ গানটি।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

চিত্রনাট্যকারদের পারিশ্রমিক বাড়ানোর পক্ষে আমির খান

‘হক এর ঘর’ মুক্তি পাচ্ছে ইউটিউবে

নিকিয়াঙ্কার পর বিয়ের লাইনে কপিল শর্মা


আরও দেখুন :

৭ প্রশ্নে ইন্দ্রনীল [ভিডিও স্টোরি]

আসিফ আকবর তানহা তাসনিয়া মিউজিক ভিডিও

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর