Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেলিক্স গালার্ডো ও গণেশ গাইতোন্ডের কি দেখা হবে?


২০ নভেম্বর ২০১৮ ১৪:৫৮ | আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১৫:৩৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

গণেশ গাইতোন্ডে এখন ভারতে সবচেয়ে আলোচিত চরিত্র। ‘শোলে’ সিনেমার গাব্বার সিং-এর পর আর কোনো ভিলেন এতোটা আলোচিত হয়নি দেশটিতে। নেটফ্লিক্সের তৈরী ‘সেক্রেড গেমস’-এর এই চরিত্রটি এখন চলচ্চিত্র সমালোচকদেরও প্রিয়। অন্যদিকে ‘নার্কোস মেক্সিকো’ সিরিজের ফেলিক্স গালার্ডো চরিত্রটিও তাই! খবর হলো, এই দুটি চরিত্রের এবার ‘বোধয়’ দেখা হয়ে যাচ্ছে।


আরও পড়ুন :  আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী


নেটফ্লিক্স তাদের পরবর্তী সিরিজ ‘নার্কোস: মেক্সিকো’র প্রচারের জন্য নতুন একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে অন্তর্জালে। বিজ্ঞাপনটি বানানো হয়েছে বেশ বুদ্ধি খাটিয়ে। সেখানে দেখানো হয়েছে মেক্সিকান নার্কোসের ভিডিও দেখছেন গণেশ গাইতোন্ডে। আর সহযোগিকে বলছেন তার উপর ভলোভাবে নজর রাখতে।

গণেশের মতে, ফেলিক্সের ব্যবসা তার রাস্তায় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে! কিন্তু একটু পরই আবার ফেলিক্সকে সে ‌‘বসেরও বস’ বলে সম্বোধন করেন। এরপর বলেন, যেদিন ভগবান [গণেশ] ও গডফাদার [ফেলিক্স] হাত মিলাবে, সেদিন ত্রিবেদীও [গণেশের প্রতিপক্ষ] বাঁচবে না!

যদিও নার্কোসের প্রচারের জন্য সেক্রেড গেমসের সঙ্গে এই বিজ্ঞাপন তৈরি। তবুও প্রশ্ন উঠেছে, কী হবে যদি সত্যিই গড আর গডফাদার মিলে যায়?

সেক্রেড গেমসের দ্বিতীয় মৌসুম আর কিছু দিন পর মুক্তি পাবে। দৃশ্যায়নের কাজ শেষ, এখন চলছে সম্পাদনা। অপর দিকে নার্কোসের চতুর্থ মৌসুম মুক্তি পাচ্ছে এই মাসেই। সিরিজটি নিয়ে সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ এখন উর্ধ্বমুখী। আইএমডিবিতে নয় রেটিং পাওয়া এই সিরিজের ফেলিক্স চরিত্রে অভিনয় করেছেন ডিয়েগো লুনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিএম

https://www.youtube.com/watch?v=USRI2mRFy-I


আরও পড়ুন :

বিয়ের জন্য আলিয়ার ‘অপেক্ষা’

পুরস্কৃত হলো ‘সত্তা’ এবং ‘উইন্ড অব চেইঞ্জ’


গণেশ গাইতোন্ডে গাব্বার সিং নার্কোস নার্কোস মেক্সিকো ফেলিক্স গালার্ডো শোলে সেক্রেট গেমস