সন্ধ্যায় ‘হাসিনা-আ ডটার’স টেল’ এর প্রিমিয়ার
১৫ নভেম্বর ২০১৮ ১১:০৬ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১৩:১৩
।। এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র ‘হাসিনা-আ ডটার’স টেল’-এর প্রিমিয়ার শো।
আরও পড়ুন : সিঙ্গাপুরের উৎসবে প্রাচ্যনাটের ‘পলিথিন হাউজ’
শুক্রবার (১৬ নভেম্বর) দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তথ্যচিত্রটি। প্রেক্ষাগৃহগুলো হচ্ছে- রাজধানীর স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টার সিনেমা, মতিঝিলের মধুমিতা হল এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ের জীবন নিয়ে তৈরি এই তথ্যচিত্রটি পরিচালনা করেছেন পিপলু খান। সিনেমাটোগ্রাফি করেছেন সাদিক আহমেদ এবং সম্পাদনা করেছেন নবনিতা সেন।
গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) জানিয়েছে, ‘হাসিনা-আ ডটার্স টেল’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ডকুড্রামা নয়। এটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর একটি প্রামাণ্যচিত্র। মূলত ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো অধ্যায় কিভাবে এক কন্যার জীবন চিরদিনের জন্য বদলে দিয়েছিল এটি তারই আকর্ষণীয় বিবরণ। শেখ হাসিনার নিজের ভাষাতেই এখানে উঠে এসেছে একজন কন্যার অতীত স্মৃতি এবং একজন মহান পিতার সাথে তার সম্পর্ক। তুলে ধরা হয়েছে আজিমপুর গার্লস স্কুলের ভাবনাহীন সহজ-সরল কিশোরী থেকে পরিবারের ২০ জন সদস্যের হত্যাকারীদের বিচার চাইতে গিয়ে এক দৃঢ়চেতা নেতায় রূপান্তরের গল্প।
সারাবাংলা/এসএমএন/পিএম
আরো দেখুন :
সারাবাংলা’য় আড্ডা। অতিথি : প্রীতম আহমেদ। উপস্থাপনা : পলাশ মাহবুব