Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপবীরের বিয়ে, মাথা কামালেন অর্জুন কাপুর!


১৪ নভেম্বর ২০১৮ ১৯:৩৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

আর কয়েকঘণ্টা পরেই সাতপাকে বাঁধা পড়ছেন দীপিকা পাডুকোন আর রণবীর সিং। ইতালিতে বসেছে তাদের বিয়ের আসর। এদিকে একই দিনে বোম্বেতে মাথা কামিয়ে ফেলেছেন অর্জুন কাপুর। তবে কি দীপিকার বিয়ের বিরহেই মাথা মুড়াচ্ছেন অর্জুন?

না! দিপীকার বিয়ের জন্য নয়, নতুন সিনেমার জন্য মাথা মুড়াচ্ছেন অর্জুন কাপুর। দিপীকা অর্জুনের ভালো বন্ধু, তবে এ দুজন কখনো ডেট করেননি। তাই দীপিকার বিয়েতে কষ্ট পাওয়ার কিছুই দেখছেন বনি কাপুর তনয়! যে কারণে বন্ধুকে নতুন জীবনের জন্য শুভ কামনাও জানিয়েছেন।

অর্জুন কাপুরের পরবর্তী ছবি ‘পানিপথ’। এই ছবিতে যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ‘ইশকজাদে’ তারকা। আর সেই ছবির জন্যই এবার মাথা মুড়িয়ে ফেলছেন অর্জুন। ‘পানিপথ’ ছবিতে সদাশিব রাওয়ের ভূমিকায় দেখা যাবে অর্জুনকে। আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবিতে অর্জুন ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত ও কৃতি শ্যানন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘পানিপথ’।

সারাবাংলা/টিএস/পিএ

অর্জুন কাপুর দীপিকা পাডুকোন পানিপথ রণবীর সিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর