‘রিকশা গার্ল’ নভেরা!
১৪ নভেম্বর ২০১৮ ১৮:০৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ১৮:১৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
‘আয়নাবাজি’ খ্যাত পরিচালক অমিতাভ রেজার পরবর্তী সিনেমা ‘রিকশা গার্ল’। বিভিন্ন সময় ছবিটি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন অমিতাভ। কিন্তু এখনো কোনো আনুষ্ঠানিকতা হয়নি ছবিটি নিয়ে।
শিগগিরই নাকি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অমিতাভ রেজা শুরু করবেন ‘রিকশা গার্ল’ সিনেমার কাজ। তিনি সারাবাংলাকে বলেন, ‘আগামী মাসের (ডিসেম্বর) প্রথম সপ্তাহেই রিকশা গার্ল সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে শুটিং শুরু করব নতুন বছর। নির্বাচনের আগে কোনো কাজ শুরু করব না।’
আনুষ্ঠানিক ঘোষণার বাকি আর মাত্র অল্পকিছুদিন। সিনেমায় কে কে অভিনয় করছেন তা নিশ্চয়ই চূড়ান্ত হয়ে গেছে এতক্ষণে। কিন্তু সেসব কথা বলতে নারাজ অমিতাভ। তিনি বলেন, ‘সিনেমায় কে কে অভিনয় করছেন তা এখনি বলতে চাই না। তবে ছবির প্রধান পাত্র-পাত্রী চূড়ান্ত হয়ে গেছে। ঘোষণার দিনই সবাই জানতে পারবে।’
‘রিকশা গার্ল’ সিনেমার রিকশা কন্যা কে হতে পারেন? সেটা জানতে সবাই যখন উদগ্রীব তখন ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেজে (আইএমডিবি) পাওয়া গেল সেই তথ্য। আইএমডিবি জানাচ্ছে রিকশা গার্ল সিনেমার ‘নাঈমা’ চরিত্রে অভিনয় করবেন নভেরা রহমান।
নভেরা রহমান এর আগে সিনেমা, তথ্যচিত্র ও টিভির বিভিন্ন প্রোডাকশনে কাজ করেছেন। সম্প্রতি নভেরা অভিনয় করেছেন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায়। ছবিটি আছে মুক্তির অপেক্ষায়। দেশের নামকরা অভিনেত্রী মোমেনা চৌধুরীর মেয়ে নভেরা রহমান।
আইএমডিবি রিকশা গার্ল সিনেমা সম্পর্কে আরও যা তথ্য দিচ্ছে তা হল, এই সিনেমায় অভিনয় করবেন শাকিব খান ও নভেরা রহমান। ছবির প্রযোজক এরিক জে অ্যাডামস, সহ-প্রযোজক ক্যাথলিন এম অ্যাডামস, সহযোগী প্রযোজক মেহজাবিন রেজা ও আসাদ সকাল। আর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন মাইকেল ভ্যানডেওয়ালে।
মিতালি পার্কিন্সের উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন শর্বরী জেড আহমেদ ও নাসিফ আমিন।
সারাবাংলা/পিএ/টিএস