নওয়াজউদ্দিন সিদ্দিকী ‘বিকৃত মানসিকতার’ মানুষ!
১০ নভেম্বর ২০১৮ ১৭:৪৩ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৭:৫৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
#মিটু আন্দোলন নিয়ে এখনো সরব বলিউড। একের পর যৌন হেনস্থার অভিযোগ উঠছে দেশটির বড় বড় তারকাদের বিরুদ্ধে। বাদ যাচ্ছেন না অমিতাভ বচ্চনের মতো বড় তারকাও। এবার তো অভিযোগ উঠলো ভারতীয় সিনেমার শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে। সাবেক প্রেমিকার মতে নওয়াজ বিকৃত মানসিকতার মানুষ!
সাবেক মিস ইন্ডিয়া ও অভিনেত্রী নিহারিকা সিং ছিলেন নওয়াজের প্রেমিকা। ‘মিস লাভলি’ সিনেমা করার সময় দুজনের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়ায়। সেখান থেকে নিয়মিতই শারীরিক সম্পর্কে জড়াতেন দুজনে। নিহারিকা অভিযোগ করছেন, ‘নওয়াজ একজন যৌন নেশাগ্রস্থ বিকৃতমনষ্ক মানুষ।’
নিহারিকা অভিযোগ করেছেন, নওয়াজ নাকি জোর করে তার সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছেন। শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য জোর করেছেন বার বার। শুধুমাত্র শারীরিক মিলনের জন্যই নাকি সম্পর্ক তৈরি করেছিলেন নওয়াজ!
নওয়াজ অবশ্য নিজের বইয়ে নিহারিকার প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। তার মতে, নিহারিকার সঙ্গে তার বেশ মিষ্টি সম্পর্ক রয়েছে। তবে নিহারিকা এই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন। বইতে সম্পর্কের কথা উল্লেখ করার জন্য নিহারিকার অনুমতি নেননি গ্যাংস অফ ওয়াসিপুর খ্যাত নওয়াজ।
নিহারিকার আগে নওয়াজের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন চিত্রঙ্গদা সিং৷ ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির সেটে নওয়াজের ব্যবহারে অসন্তুষ্ট হয়েছিলেন এই অভিনেত্রী। পরে ছবিটি ছেড়েও দেন তিনি।
প্রসঙ্গত, শুধু নওয়াজ নয়, ভূষণ কুমার-সাজিদ খানদের বিরুদ্ধেও মুখ খুলেছেন নিহারিকা। তার মতে এই দুজনও অভিনয়ে সুযোগ দেওয়ার কথা বলে যৌন হেনস্থা করেছেন তাকে।
সারাবাংলা/টিএস/পিএম
চিত্রঙ্গদা সিং নওয়াজউদ্দিন সিদ্দিকী নিহারিকা সিং বাবুমশাই বন্দুকবাজ