‘জিরো’র প্রচারণায় সালমান খান
৫ নভেম্বর ২০১৮ ১৩:৪২ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৬:১৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
আর মাসখানেক পরই মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘জিরো’ সিনেমা। এই সিনেমায় আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা। সম্প্রতি সালমান খান এই বহুপ্রতীক্ষিত সিনেমার প্রচারে অংশ নিয়েছেন।
আরও পড়ুন : ঢাকায় আসছেন শংকর-এহসান-লয়
আর এতেই শুরু হয়ে গেছে হৈচৈ। এক খানের ছবির প্রচারে আরেক খান! এ যেন স্বপ্ন। কিন্তু কেমন হলো? সেই উত্তর খুঁজতে গিয়ে মজার এক কারণ বের করেছেন নিন্দুক ও সমালোচকেরা। তারা বলছেন ছবিতে সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ আছেন বলেই ‘জিরো’ সিনেমার প্রচারণায় অংশ নিয়েছেন বলিউড ভাইজান।
সিনেমায় শাহরুখ খানকে দেখা যাবে বামন চরিত্রে অভিনয় করতে। এতে বামন জীবনের ঘাত-প্রতিঘাত আর অপূর্ণতার কথা তুলে ধরা হবে। আর সেকারণে এই সিনেমার প্রচারে বামনদের সঙ্গে সাক্ষাৎ করলেন সালমান খান। সেসময় দিনি তাদের খাবার ও মিষ্টি বণ্টন করেন। তাদেরকে অবশ্যই ‘জিরো’ সিনেমা দেখতে সিনেমা হলে যেতে বলেন।
ভিন্নধর্মী গল্পের সিনেমাটিতে কিছু সময়ের জন্য সালমান খানের পর্দায় উপস্থিতি দেখা যাবে। প্রকাশিত টিজারে তেমনটাই দেখা গেছে। তখন থেকে ‘জিরো’ নিয়ে দুই খান ভক্তদের মধ্যে আগ্রহ কাজ করছে। কারণ অনেক বছর পর এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে।
সিনেমাটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। গল্প লিখেছেন হিমাংশু শর্মা। আগামী ২১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।
সারাবংলা/আরএসও/পিএ
আরও পড়ুন :
বলিউডের খলনায়ক এবার বাংলাদেশের সিনেমায়
ভূপেন স্মরণে ‘আজ জীবন খুঁজে পাবি’
আনন্দ এল রাই আনুশকা শর্মা ক্যাটরিনা কাইফ জিরো শাহরুখ খান সালমান খান