‘আমি নবাব পরিবারের মেয়ে’
১ নভেম্বর ২০১৮ ১৬:৪০ | আপডেট: ১ নভেম্বর ২০১৮ ১৭:৩৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ঝুল বারান্দায় শীতের সকালে ঠিকরে পড়া মিষ্টি রোদ এখন রোদেলা জান্নাতের ওপর। কাজল কালো চোখ, লিপিস্টিক মাখা ঠোঁট আর নাতিদীর্ঘ চুল- এসবকিছু মিলিয়ে রোদেলার সম্ভাবনা রয়েছে সিলভার স্ক্রিনের কাঙ্ক্ষিত নায়িকাতে পরিণত হওয়ার। সেকারণে তাকে নিয়ে এক ধরনের আগ্রহ তৈরী হচ্ছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
আরও পড়ুন : পয়তাল্লিশের অর্ধেকটাই যার বলিউডে
শাকিব খানের বিপরীতে প্রথম সিনেমাতেই অভিনয়ের সুযোগ পেয়েছেন রোদেলা। যেন সোনায় সোহাগা কপাল। ‘শাহেনশাহ’ নামের সিনেমাটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি।
এই সিনেমায় রোদেলাকে কোন চরিত্রে দেখা যাবে? প্রশ্নের উত্তর রোদেলা বেশ স্বতস্ফূর্তভাবে উত্তর দিলেন। বললেন, ‘আমার চরিত্রের নাম প্রিয়া। আমি নবাব পরিবারের মেয়ে। মানে অনেকটা নবান নন্দিনী! একই এলাকায় দুটো নবাব পরিবার বসবাস করে। একটা আমার, অন্যটি শাকিব খানের পরিবার।’
ঢাকাই সিনেমার সুপারস্টারের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বসিত রোদেলা। তিনি বলেন, ‘প্রথম ছবিতে এমন চরিত্র বা এত বড় একজনের নায়কের সঙ্গে অভিষেক হওয়া সত্যি ভাগ্যের বিষয়। আমি প্রতিদিনই প্রতিটি সময় শুটিংয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কারের চেষ্টা করছি।’
গেলো ২৩ অক্টোবর থেকে শুরু হয়েছে শামীম আহমেদ রনি পরিচালিত শাহেনশাহ ছবির শুটিং। প্রথম লট শেষে দ্বিতীয় লটের কাজ চলছে পূবাইলে জান্নাত শুটিং বাড়িতে। রোদেলা বলেন, ‘শাহেনশাহ ছবির ক্যামেরা চালু হয়েছে আমাকে দিয়ে। একেবারে প্রথম দৃশ্যেই আমার শুটিং ছিল। দেহরক্ষী গাড়ি ঘোড়া নিয়ে বাজারে যাই পাখি কিনতে। সেখানে হাজির হন শাহেনশাহ (শাকিব খান)। এরপর অন্যরকম এক ব্যাপার। নায়িকা হিসেবে এটাই আমার জীবনে প্রথম ক্যামেরার সামানে দাঁড়ানো।’
প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াতে কোন সমস্যা হয়নি? উত্তরে তিনি বলেন, ‘টেকনিক্যাল সমস্যা হয়েছিল সেজন্য প্রথমবার শট ওকে হয়নি। তবে দ্বিতীয়বারেই ঠিক হয়েছিল।’
রোদেলা ছাড়াও নুসরাত ফারিয়াও অভিনয় করছেন সিনেমাটিতে। তবে সিনেমায় দুজনের চরিত্রের সমান গুরুত্বপূর্ণ। এছাড়া শুটিংয় টিমের সবাই খুব সাহায্য করছেন বলে জানান তিনি।
সহশিল্পী শাকিব খানের সঙ্গে শুটিংয়ের বাইরে কথা হয়েছে কিনা জানতে চাইলে রোদেলা বলেন, ‘শাকিব খান আগে নাচের উপর জোর দিতে বলতেন। এখন ক্যামেরার সামনে একেবারে ন্যাচারাল অভিনয় করার পরামর্শ দেন। বলেছেন, যেমন তুমি তেমনটাই থাকার চেষ্টা করবে। ওভার অ্যাক্টিং যেন না হয়।’
শাহেনশাহ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। শাকিব খান, রোদেলা জান্নাত, নুসরাত ফারিয়া ছাড়াও মিশা সওদাগর, লিটন হাসমি, সাদেক বাচ্চুঅভিনয় করছেন ছবিতে।
সারাবাংলা/আরএসও/পিএ
আরও পড়ুন :
বার্সেলোনায় এশিয়া চলচ্চিত্র উৎসবে দেশের তিন ছবি
ক্যাটরিনা-শাহরুখের এ কেমন ব্যবধান!
ভাই-বোনের প্রথম ছবি
এ কেমন সালমান!
নতুন ভবনে ফিল্ম আর্কাইভের নতুন যাত্রা