Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারো পৌষ মাস কারো সর্বনাশ!


৬ জানুয়ারি ২০১৮ ১৯:৪৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক

মুক্তির দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহ পার করছে ভাইজান সালমান খানের সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’। প্রথম বারো দিনেই ছবিটির করেছে তিনশ কোটি রুপি। বলিউড ইতিহাসে প্রথম দুই সপ্তাহের আয়ের রেকর্ডে ছবিটির অবস্থান পঞ্চম।

এবার ছবিটির ঢুকতে যাচ্ছে পাঁচশো কোটির ঘরে। দেশ ও দেশের বাইরে থেকে ছবিটির মোট আয় ৪৮৭ কোটি রুপি। ভারতীয় বক্স অফিস বলছে দেশ থেকে ছবিটির আয় তিনশ চুয়াত্তর কোটি আর ভারতের বাইরে থেকে একশ তেরো কোটি রুপি ঘরে তুলেছে ‘টাইগার জিন্দা হ্যায়।’

তৃতীয় সপ্তাহ পার করলে ছবির আয় পাঁচশ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। এই সিনেমাই সালমান খানের এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের ছবি।

সালমান-ক্যাটরিনা যখন এই ছবির সাফল্য উদযাপনে ঘুরে বেড়াচ্ছেন দুনিয়া, তখন সিনেমা মুক্তি দিতে পারছেন না সঞ্জয় লীলা বানসালি।

‘পদ্মাবত’ নাম নিয়ে ছবিটির মুক্তির একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। সম্প্রতি সেখানেও আপত্তি জানিয়েছে কার্নি সেনারা। দৃশ্য, নাম পরিবর্তন নয়, কার্নি সেনাদের দাবি পুরো সিনেমাই বাতিল করতে হবে।

কার্নি নেতারা বলেছেন, ‘কোনো দৃশ্য বা নাম বাদ দিলে হবে না। ঘুমার গানটিও বাতিল করে দিতে হবে। আমার কড়া নজর রাখছি, বানসালি ও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন যেন ছবিটি ভারতের বাইরেও মুক্তি দিতে না পারে।’

ফেব্রুয়ারিতে নাম পরিবর্তন করে ‘পদ্মাবতি’ ছবিটি মুক্তির কথা আছে। এই দাবির পর ছবিটির ভবিষ্যৎ কি? উত্তর দেবে সময়।

সারাবাংলা/পিএ/পিএম   

দীপিকা পাডুকন সালমান খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর