Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিস্টার বাংলাদেশ’ ছবি মুক্তির তারিখ চূড়ান্ত


৩১ অক্টোবর ২০১৮ ১৩:৪১ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১৩:৫৯

মিস্টার বাংলাদেশ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

চূড়ান্ত হয়েছে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির মুক্তির তারিখ। ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। ৩০ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় এই ঘোষণা দেন ছবির নায়ক ও প্রযোজক খিজির হায়াত খান।

তিনি সারাবাংলাকে বলেন, ‘আশাকরছি বাকি কাজগুলো ভালোভাবেই হবে। বেশি দিন নেই ছবিটির মুক্তির। এখন আমরা অনলাইনে ভিডিও প্রমোশন করব। যথাসাধ্য চেষ্টা করব সব জায়গায় গিয়ে প্রচারণা করার।’

খিজির আরও জানান, শুক্রবার (১ নভেম্বর) প্রকাশ পাবে ছবির আরও একটি ট্রেইলার। ছবিতে আছে পাঁচটি গান। যার মধ্যে দুটি গান ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বাকি তিনটি গান প্রকাশ হবে ধাপে ধাপে। আর অনলাইনে প্রকাশ পাবে শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন।

সেন্সর পাওয়ার পরেই ঘোষণা আসে ‘মিস্টার বাংলাদেশ’ মুক্তি পাবে নভেম্বরে। তবে তারিখ চূড়ান্ত ছিল না এতদিন। তবে আগের ঘোষণা অনুযায়ী ১৬ নভেম্বর মুক্তির কথা ছিল জাজ মাল্টিমিডিয়ার আলোচিত সিনেমা ‘দহন’। পূর্ব ঘোষণা থেকে সরে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। তারা ‘দহন’ ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছে ডিসেম্বরে। তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

মিস্টার বাংলাদেশ ছবিতে খিজির হায়াত ছাড়াও অভিনয় করেছেন শানারাই দেবী শানু। ছবিটি পরিচালনা করেছেন আবু আখতার-উল-ঈমান।

সারাবাংলা/পিএ/পিএম

খিজির হায়াত খান মিস্টার বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর