মেঘ কাটিয়ে ঝলক দেখালেন সাইফ কন্যা
৩০ অক্টোবর ২০১৮ ১৫:০২ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ১৫:২৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
চলতি বছর জুনেই বড় পর্দায় দেখতে পাওয়ার কথা ছিল সাইফ কন্যা সারা আলি খানকে। কিন্তু পরিচালক ও প্রযোজকের মধ্যেকার ঝামেলায় আটকে রয়েছে ছবির মুক্তি। তবে এর মধ্যে একটা আনন্দের খবর পাওয়া গেছে। প্রকাশ পেয়েছে ‘কেদারনাথ’ সিনেমার টিজার।
আজ (৩০ অক্টোবর) অনলাইনে প্রকাশ পেয়েছে ছবির টিজার। সেখানেই প্রথমবার সিনেমাটিক লুকে ধরা দিলেন সারা আলি খান। বিভিন্ন ঢংয়ে, বিভিন্ন পোশাকে লাস্যময়ী নানা আবেদনে দেখা দিয়েছেন সারা। আর তার সঙ্গে আছেন সুশান্ত সিং রাজপুত।
কেদারনাথ মূলত একটি মন্দিরের নাম। যেটি অবস্থিত একটি পাহাড়ের ওপর। সেই মন্দিরেই তীর্থযাত্রীদের পিঠে করে বয়ে নিয়ে যান সুশান্ত সিং রাজপুত। এই কাজ যারা করেন তাদেরকে বলা হয় ‘পিঠো’। সুশান্ত অভিনয় করেছেন একজন মুসলমান পিঠোর চরিত্রে। অন্যদিকে ‘মুক্কু’ চরিত্রে অভিনয় করেছেন সারা আলি খান। টিজারে গুরুত্ব দেয়া হয়েছে বন্যার একটি ঘটনাকে।
রোমান্টিক ঘরানার ছবিটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর। মুক্তির নতুন তারিখ ঠিক করা হয়েছে ছবিটির জন্য। ৭ ডিসেম্বর মুক্তি দেয়া হবে ‘কেদারনাথ’।
সারাবাংলা/পিএ/পিএম