‘পরম’ নির্ভরতায় ফারুকী
৬ জানুয়ারি ২০১৮ ১৪:৩৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৮ ১৪:৩৪
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
এলো নতুন খবর। কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় থাকছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমায়। নিশ্চিত করেছেন পরিচালক।
‘হ্যাঁ, পরমব্রত অভিনয় করছেন ছবিতে। বাকী শিল্পীদের নাম ধীরে ধীরে জানানো হবে।’
সবার আড়ালেই চলছে ছবির শুটিং। এরইমধ্যে ছবির প্রায় চল্লিশ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ জানুয়ারি মাসেই শেষ হবে বলে জানিয়েছেন পরিচালক। ঢাকার বিভিন্ন জায়গায় শুটিং চলছে ‘শনিবার বিকেল’ ছবির।
নতুন বছরের প্রথম প্রহরেই ‘শনিবার বিকেল’ ছবির দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, ছবিতে অভিনয় করবেন দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এর এক সপ্তাহ পরেই এলো পরমব্রত চট্টোপাধ্যায়ের চুক্তিবদ্ধ হওয়ার খবরটি।
ছবিতে আরো অভিনয় করছেন দেশের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, প্যালেস্টাইন অভিনেতা ইয়াদ হুরানিসহ আরো অনেকে।
সারাবাংলা/পিএ/কেবিএন