ডিরেক্টরস গিল্ডের নতুন কমিটির শপথ
২৯ অক্টোবর ২০১৮ ১৪:৫৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ১৩:২৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বাধা কাটিয়ে আজ (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে টেলিভিশন নাটক পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড নির্বাচনের বিজয়ী প্রার্থীদের শপথ অনুষ্ঠান। এর আগে ৪ অক্টোবর শপথ গ্রহণের কথা ছিল নব নির্বাচিত কমিটির। তবে নির্বাচনের ফলাফল পুনঃবিবেচনা করার জন্য কয়েকজন প্রার্থী আপিল করায় পিছিয়ে যায় শপথ নেয়ার প্রক্রিয়া।
আরও পড়ুন : সাহসী নাদিয়ার পাশে রোকেয়া প্রাচী
শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। বিকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। ২০১৮-২০২০ মেয়াদে ডিরেক্টরস গিল্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন এস এ হক অলিক। অলিক দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে অলিক সারাবাংলাকে বলেন, ‘আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন করে কাজ করার সুযোগ হচ্ছে। আমি ভাগ্যবান যে, দ্বিতীয়বারের মতো কাজ করার সুযোগ পাচ্ছি। সবাই একসঙ্গে আগের মেয়াদের অসম্পূর্ণ কাজগুলো শেষ করার চেষ্টা করব।’
এর আগে ডিরেক্টরস গিল্ড নির্বাচনের দুই দফা ফলাফল প্রকাশ করা হয়। ভোট সংখ্যায় পরিবর্তন এলেও দ্বিতীয় দফাতে বিজয়ী তালিকাতে কোনো পরিবর্তন আসেনি।
সারাবাংলা/আরএসও/পিএ
আরও পড়ুন : আগামী বছর বাজবে রণবীর-আলিয়ার বিয়ের সানাই!
আরো দেখুন :
চঞ্চল চৌধুরীর কন্ঠে নিথুয়া পাথারে