সহজিয়া মুগ্ধতায় বাউল সন্ধ্যা
২৮ অক্টোবর ২০১৮ ১৯:৫৫ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:০৪
আকাশে তুলে ধরা একতারা, কোমরে ডুপকি আর পায়ে ঝুমুর। পরনে সেই গেরুয়া রঙের শাড়ি, মাথায় জটা ধরা চুল। শনিবার শহুরে সন্ধ্যায় এভাবেই ধরা দিলেন পার্বতী দাস বাউল। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় গাইলেন সহজিয়া সুরের বাউল গান। নাগরিক শ্রোতারা সেই গান শুনলো, সন্ধ্যার মায়াময় অন্ধকার – চোখে মেখে ফিরলো ঘরে। তাদের হৃদয় পূর্ণ হলো গ্রামীণ মুগ্ধতায়। ক্যামেরার ফ্রেমে সেসব মুগ্ধতার খবর ধরে রাখলেন সারাবাংলার স্পেশাল ফটো করেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত …
সারাবাংলা/টিএস/এএসজি