Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাগ ও রবির ছন্দযোগ


৫ জানুয়ারি ২০১৮ ১৯:১৫ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৮ ১৯:২৬

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ছায়ানটে অনুষ্ঠিত হয়ে গেল ‘জাগ’ জাগ’রে জাগ সংগীত’ শীর্ষক সংগীত সন্ধ্যা। নন্দনের ৫৫ তম আয়োজনে পরিবেশিত হয় উচ্চাঙ্গ সংগীত ও রাগাশ্রয়ী রবীন্দ্র সংগীত। সঙ্গে ছিল গান নিয়ে পাঠ।

অনুষ্ঠানে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করেন ভারতীয় শিল্পী পন্ডিত সারথি চ্যাটার্জি ও সপ্তক চ্যাটার্জি। আর রবীন্দ্র সংগীত গেয়েছেন নীলোৎপল সাধ্য, সালমা সাবেরা নীতু, আরিফুর রহমান তিমুন ও গুলজার হোসেন উজ্জ্বল।

তারা গেয়ে শোনান ‘বিদায় করেছ যারে’, ‘মম মন চাহে’, ‘কোথা হতে বাজে প্রেম বেদনা’ গানগুলো। এরপর মঞ্চে আসেন উচ্চাঙ্গ সংগীত শিল্পী পন্ডিত সারথি চ্যাটার্জি ও তার পুত্র সপ্তক চ্যাটার্জি। পিতাপুত্র পরিবেশন করেন যোগকোষ রাগে খেয়াল।

রাগ সংগীতের সঙ্গে কবিগুরুর গানের যোগসূত্র খোঁজাই ছিল এ অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।

সারাবাংলা/পিএ

ছায়নট নন্দন