Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় নারীর একক অভিনয় উৎসব


৫ জানুয়ারি ২০১৮ ১৮:১৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৮ ১৮:৩৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক

‘মাতঙ্গী সনে মাতো জীবনরঙ্গে’ শ্লোগানে শুরু হচ্ছে তিন দিনের একক-অভিনয় উৎসব ‘অদ্বিতীয়া নাটরঙ্গ’। মণিপুরি থিয়েটার আয়োজনে আগামী ১০ থেকে ১২ জানুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামের নটমন্ডপে হবে এই উৎসব।

১০ জানুয়ারি বুধবার সন্ধ্যায় উদ্বোধন হবে অনুষ্ঠানের। সন্ধ্যা ৭টায় রোজী সিদ্দিকীর একক অভিনয়ে মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক ‘পঞ্চনারী আখ্যান’। হারুন রশীদের রচনায় নাটকটির নির্দেশক শহীদুজ্জামান সেলিম। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মণিপুরি থিয়েটার জ্যোতি সিনহার একক অভিনয়ে পরিবেশিত হবে নাটক ‘কহে বীরাঙ্গনা’। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ থেকে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।

একই দিন সন্ধ্যা ৭টা ৪৫মিনিটে ঢাকার পদাতিক নাট্য সংসদ পরিবেশন করবে শামছি আরা সায়েকার একক অভিনয়ে নাটক ‘গহনযাত্রা’।  রুবাইয়াৎ আহমেদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।

১২ জানুয়ারি শুক্রবার দুপুরে মুক্তমঞ্চে ব্রজরানী সিনহা করবেন পদাবলী কীর্তন। সন্ধ্যা ৬ টায় নটমন্ডপে ধ্রুপদী অ্যাকটিং স্পেস-এর সামিউন জাহান দোলার একক অভিনয়ে মঞ্চস্থ হবে নাটক ‘নভেরা’। হাসনাত আব্দুল হাইয়ের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন দোলা এবং নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব।

একই দিন ৭টা ৪৫-এ উৎসবের সর্বশেষ পরিবেশনা সাধনা প্রযোজিত নাজনীন হাসান চুমকী অভিনীত নাটক ‘সীতার অগ্নিপরীক্ষা’। রচনা সাইমন জাকারিয়া, নির্দেশক চুমকী নিজেই।

প্রতিদিন দুই নাটকের মধ্যবর্তী সময়ে থাকবে গানের আসর। সমাপনী দিনে থাকবে নাট্যকর্মীদের অংশগ্রহণে আনন্দ আয়োজন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ  

 

মণিপুরি থিয়েটার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর