Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ‘পিচ পারফেক্ট থ্রি’


৫ জানুয়ারি ২০১৮ ১৭:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পিচ পারফেক্ট’-এর সিক্যুয়াল ‘পিচ পারফেক্ট থ্রি’। পিচ পারফেক্ট ট্রিলজির তৃতীয় এবং শেষ ছবি এটি। শুক্রবার (৫ জানুয়ারি) থেকে ছবিটি প্রদর্শিত হচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।

মিউজিক্যাল কমেডি ঘরানার এ ছবির পরচিালক ট্রিশ সাই। অভিনয় করেছেন আনা কেন্ড্রিক, রেবেল উইলসন, আনা ক্যাম্প, হেইলি স্টেইনফেল্ড, এলিজাবেথ ব্যাঙ্কস, জন মাইকেল হিগিন্সসহ আরো অনেকে।

‘পিচ পারফেক্ট’ ট্রিলজির যাত্রা শুরু হয় ২০১২ সালে। শুরুতেই বাজিমাত করে ছবিটি। সে বছরের অন্যতম ব্যবসা সফল ছবির তালকায় জায়গা করে নিয়েছিলো এটি। প্রথম ছবরি সাফল্যের পথ ধরে নির্মিত হয় ‘পিচ পারফেক্ট টু’। ২০১৫ সালে মুক্তি পাওয়া এ ছবি ছাড়িয়ে যায় আগের ছবিকেও। মুক্তির মাত্র তিন দিনে ৭ কোটি ৩ লাখ মার্কিন ডলার আয় করে বক্স অফিসের র্শীষস্থান দখল করে নিয়েছিল ছবিটি।

বিজ্ঞাপন

আগের ছবির ধারাবাহিকতায় এগিয়ে যাবে ‘পিচ পারফেক্ট থ্রি’ ছবির কাহিনী। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ছবিটি র্দশকদরে ভালো সাড়া র্অজন করেছে। আশা করা হচ্ছে আগের দুই ছবির মতো এ ছবিও সাফল্যের তালিকায় নাম লেখাবে।

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

আরো