Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমির-ক্যাটরিনার ‘সুরাইয়া’ চমক


২৪ অক্টোবর ২০১৮ ১৪:০৯

আমির খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

এবার সুরাইয়ার পালা। অমিতাভ, আমির মিলে অনেক চমক দেখিয়েছেন। তাদের সরিয়ে এবার এসেছেন ক্যাটরিনা কাইফ। বলিউডের তুমুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘থাগস অব হিন্দোস্তান’-এ সুরাইয়া গানের ভিডিও প্রকাশ হয়েছে আজ (২৪ অক্টোবর)। গানে ক্যাটরিনাকে পাওয়া গেছে আবেদনময়ী হিসেবে।

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনামল কালের সিনেমা ‘থাগস অব হিন্দোস্তান’। তাই গানে আমির খানকে দেখা গেছে ব্রিটিশ সৈন্যদের পোশাকে। অন্যদিকে ক্যাটরিনা বরাবরের মতোই সৌন্দর্য ছড়িয়েছেন। লেহেঙ্গা-চলিতে একদম মানিয়ে গেছেন তিনি। নাচ-গানে আমির-ক্যাটরিনা মাতিয়ে দিয়েছেন পর্দার ভেতরের এবং বাইরের দর্শকদের।

এই ছবিতে আমির খান ও ক্যাটরিনা কাইফকে একসঙ্গে দেখা যাচ্ছে দ্বিতীয়বার। মুক্তি প্রতীক্ষিত ‘থাগস অব হিন্দোস্তান’-এর আগে ‘ধুম থ্রি’-তে একসঙ্গে ছিলেন তারা। তাই রসায়নটা নতুন কিছু নয়।

গেলো ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘থাগস অব হিন্দোস্তান’-এর প্রচারণা। আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। ‘ধুম থ্রি’ খ্যাত পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য নির্মাণ করছেন ছবিটি। ১৮৩৯ সালে প্রকাশিত ‘কনফেশন অব থাগ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘থাগস অব হিন্দোস্তান’।

সারাবাংলা/পিএ

আমির খান ক্যাটরিনা কাইফ থাগস অব হিন্দোস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর