Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শকদের কাছে ছুটছে ‘নায়ক’ টিম


২২ অক্টোবর ২০১৮ ১৭:১৯ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৯:৪৭

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নায়ক’। ১৯ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয় করেছে চিত্রনায়ক বাপ্পী এবং চিত্রনায়িকা অধরা খান। ছবিটি পরিচলনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান। ছবির প্রচারণায় বাপ্পী ও অধরা এখন ছুটছেন হল থেকে হলে।


আরও পড়ুন :  ‘মুঘল’- এ ফিরলেন আমির খান


রোববার (২২ অক্টোবর) ‘নায়ক’ ছবির নায়ক, নায়িকা ও পরিচালক গিয়েছিলেন রাজধানীর অভিসার সিনেমা হলে। সেখানে সন্ধ্যা ছয়টার শো-টি তারা উপভোগ করেন দর্শকদের সঙ্গে বসে। ছবি শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত তারা ছিলেন সেখানে।

এর আগেও প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে সিনেমা দেখেছেন চিত্রনায়ক বাপ্পী। তবুও এই একই কাজটি বারবার করতে পছন্দ করেন তিনি। এ প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘আমার প্রেক্ষাগৃহে আসতে খুব ভালো লাগে। দর্শকদের সঙ্গে সামনাসামনি দেখা হয় কথা হয়। শুধু তারাই নন, যারা হলের কর্মী, তাদের সঙ্গেও কথা হয়। সরাসরি সব বিষয়ে জানা যায়।’

সিনেমা হলে সিনেমা দেখতে দেখতে দর্শকরা বিভিন্ন মন্তব্য করে থাকেন। সেই মন্তব্য কখনো ভালো হয়, কখনো হয় খারাপ। বিষয়গুলো কীভাবে গ্রহণ করেন? চিত্রনায়ক বাপ্পী বলেন, ‘আমি দর্শকদের জন্য কাজ করি। তাদের যেটা ভালো লাগে সেটা করার চেষ্টা করি। আর যেটা ভালো লাগে না, সেটা করব না বলে সিদ্ধান্ত নেই।’

নায়িকা অধরা খান নতুন নায়িকা। তার জন্য দর্শকদের মন্তব্য আরও জরুরী। তিনি বলেন, ‘দর্শকদের ভালো মন্তব্য পেলে ভালো তো লাগেই। আর দর্শকরা যখন বলেন যে ভালো হয়নি, সেটাও খুব আন্তরিকতার সঙ্গে নেই। কারণ তাদের কাছে আমার ভালো হতে হবে।’

বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে সারা দেশেই চলছে ‘নায়ক’। এর আগেও যেমন বাপ্পী অভিনীত সিনেমা দর্শকদের ভালোলাগা দিয়েছে, এবারও তার ব্যাতিক্রম হয়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএম

আরও পড়ুন :

আগেই নেয়া যাবে সিনেমার ট্রেইলার ও পোস্টারের ছাড়পত্র

গানটা বাবার খুব পছন্দ ছিল: শেখ হাসিনা

দিল্লী চলচ্চিত্র উৎসবে সেরা বাংলাদেশের ‘ভয়’

বাংলাদেশ-ইরান যৌথ ছবিতে অনন্ত-বর্ষা

সরাসরি বিয়ের কার্ডেই মুখ খুললেন তারা


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : চঞ্চল চৌধুরী। উপস্থাপনা : পলাশ মাহবুব

অধরা খান ইস্পাহানি আরিফ জাহান নায়ক বাপ্পী চৌধুরী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর