Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবি প্রসঙ্গে রিয়াজ-তিশার স্মৃতিচারণ


২০ অক্টোবর ২০১৮ ১৫:৪৪ | আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৫:৪৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

নক্ষত্রের পতন। শোকস্তব্দ বাংলাদেশ। প্রিয় শিল্পীকে হারানোর বেদনা বয়ে বেড়ানো কষ্টের। উপায় নেই। বয়ে বেড়াতে হবে। প্রজন্ম থেকে প্রজন্ম। যতদিন বাংলাদেশ রবে।

সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা অভিনয়শিল্পী। সবার ভেতরেই আইয়ুব বাচ্চুর স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠছে। এই রকস্টারকে নিয়ে স্মৃতি হাতড়ালেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। সিনেমায় তিনি তার গানে ঠোঁট মিলিয়েছেন। পেয়েছেন জনপ্রিয়তা। সারাবাংলাকে রিয়াজ বলেন, ‘এটা খুব বেদনাদায়ক যে তিনি আমাদের ছেড়ে খুব অল্প সময়ে চলে গিয়েছেন। বাংলাদেশ থেকে লিজেন্ডদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তার সঙ্গে আমার প্রচুর স্মৃতি রয়েছে। আমাকে আদর করে ‘হিরো’ বলে ডাকতেন। সবসময় খোঁজ খবর নিতেন। একসময় আমরা দেশের বাইরে প্রচুর শো করেছি। সে সব দিনের কথা কখনো ভুলতে পারব না।’

রিয়াজ ছাড়াও এবি প্রসঙ্গে স্মৃতিচারণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার ভালো লাগার বড় অংশ জুড়ে আছেন আইয়ুব বাচ্চু। তার পরিবারের একজন মানুষ ছিলেন তিনি। তিশা সারাবাংলাকে বলেন, ‘আমি যখন ২০০৩ সালে মিডিয়াতে কাজ করা শুরু করি তখন থেকে তার সঙ্গে অনেক শো করেছি। তখন দেশের বাইরের শো মানেই ছিল আমি, আইয়ুব বাচ্চু, মোনালিসাসহ আমাদের কয়েকজন একই সার্কেল ছিল। তিনি বিশাল বড় গায়ক, তার সঙ্গে শো করছি এ রকম কোন অনুভূতি ছিল না আমার মধ্যে। তিনি আমার অভিভাবক হিসেবে ছিলেন। সরয়াররের (মোস্তফা সরোয়ার ফারকী) সঙ্গে যখন প্রেম করতাম তখন তার কাছে সব কথা বলতাম।’

কথা বলতে বলতে তিশা কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তারপর নিজেকে সামলে আরও যোগ করেন, ‘আইয়ুব বাচ্চু সবসময় আমাকে গাইড করতেন। আমাকে সবসময় বলতেন, পাগলাটাকে (মোস্তফা সরোয়ার ফারকী) সামলে রাখিস। তার সঙ্গে আমি একটি ডুয়েট গান করেছিলাম। আমার মনে হয় অভিনয়শিল্পীদের মধ্যে আমিই প্রথম তার সঙ্গে গান করেছি।’

বিজ্ঞাপন

এতো স্টেজ শো না করে নিজের শরীরের দিকে খেয়াল রাখতে বলেছিলেন তিশা। এক পারিবারিক পুনর্মিলনে তিনি আইয়ুব বাচ্চুকে কথাটি বলেছিলেন। এই স্মৃতিগুলোই এখন নিজের অজান্তেই মনের কোনায় উঁকি দিচ্ছে। সেই দিনগুলোতে ফিরে যাওয়ার তীব্র ইচ্ছা জাগতেই পারে তার।

সারাবাংলা/আরএসও/টিএস

আইয়ুব বাচ্চু নুসরাত ইমরোজ তিশা মোস্তফা সরোয়ার ফারকী রিয়াজ সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর