Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিরের নিচে সালমান


৪ জানুয়ারি ২০১৮ ১২:৪০

এন্টারটেইনমেন্ট ডেস্ক

কি দাপট! কি নাক উঁচু ভাব নিয়ে টাইগার কাটিয়ে দিলো ১৩টি দিন। প্রচন্ড দম্ভ নিয়ে ভাঙাভাঙির খেলায় মেতেছিলো টাইগার। আয়ের খাতায় থামছেই না হিসাব আর অঙ্ক।

কত আয় করলো ভাইজানের `টাইগার জিন্দা হ্যায়‘? বক্স অফিসের হিসাব বলছে ১৩ দিনে সিনেমার আয় ২৮৬ কোটি রুপি। যা বলিউডি সিনেমার ইতিহাসে দুই সপ্তাহের আয়ের রেকর্ডে উঠে এসেছে পঞ্চম স্থানে। সমীকরণ বলছে, শিগগিরই ছবিটি ঢুকে যাবে ৩০০ কোটির ঘরে।

তবে, এতো আয়োজনের পরেও আমির খানকে টপকাতে পারেননি সালমান। ক্যাটরিনা কাইফের সৌন্দর্য-আবেদন এখনো ফিকে হয়ে আছে আমিরের তুলনামুলক নন-গ্ল্যামারাস সিনেমাগুলোর কাছে।

১৩ দিনের আয়ে এখনো এগিয়ে দঙ্গল ও পিকে। ছবি দুটির আয় যথাক্রমে ৩৮৭ ও ৩৪০ কোটি রুপি। তবে তার পরের ‍ুতিনটি স্থানই কিন্তু ভাইজানের দখলে। `বাজরাঙ্গি ভাইজান‘, `সুলতান‘, ছবির পরেই `টাইগার জিন্দা হ্যায়‘।

সারাবাংলা/পিএ

ক্যাটরিনা কাইফ টাইগার জিন্দা হ্যায় সালমান খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর