সালমান খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
৯ অক্টোবর ২০১৮ ১৭:১২ | আপডেট: ৯ অক্টোবর ২০১৮ ১৭:২৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
যৌন হেনস্থার অভিযোগে কয়েকদিন ধরেই বলিউড জুড়ে চলছে অস্থিরতা। দক্ষিণের অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে অভিযোগটি তুলেছিলেন ‘আশিক বানায় আপনে’ সিনেমার আলোচিত অভিনেত্রী তনুশ্রী দত্ত। এরপর ফ্যান্থম ফিল্মসের পরিচালক বিকাশ বালের বিরুদ্ধে একই রকম আরেকটি অভিযোগ তোলেন কঙ্গনা রনৌত। এবার কাছাকাছি একটি অভিযোগে অভিযুক্ত হলেন সালমান খান।
আরও পড়ুন : খুলনায় ‘কালবেলা’ সিনেমার শুটিং শুরু
যৌন হয়রানি বিষয়ে বলিউড যখন উত্তাল তখনই সালমান খানের একটি পুরনো ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে উঠে এসেছে তার সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাইকে মারধরের অভিযোগ।
সালমান খানের সঙ্গে ঐশ্বর্যর প্রেমের সম্পর্ক এক সময় সবচেয়ে বেশি আলোচিত ছিল। ভারতবর্ষের প্রায় সকলেই তাদের প্রেমের খবর জানতেন। কিন্তু সে সম্পর্কে ভাঙন ধরেছে অনেক আগেই। সে সময় সালমানের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন অ্যাশ। সত্যিই কি প্রেমিকার গায়ে হাত তুলেছিলেন বজরঙ্গী ভাইজান?
সে সময় এক সাক্ষাৎকারে এই প্রশ্নই করা হয়েছিল সালমানকে। তার উত্তরে যা বলেছিলেন সালমান সেই ভিডিওই এতদিন পর ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই প্রশ্নের উত্তরে সেদিন সাল্লু বলেছিলেন, ‘ওই মহিলা তো বলছেন আমি মেরেছিলাম। এক সাংবাদিক অনেক বছর আগে এই প্রশ্নই করেছিলেন। সেটা শুনে আমি টেবিল ভেঙে ফেলেছিলাম। আমি যদি কাউকে আঘাত করি, সেটা তো মারপিট হবে। আমি রেগে যাব। জোরে মারব। সেটা হলে ওই মহিলা বেঁচে থাকতেন বলে মনে হয় না।’
কিন্তু ঐশ্বর্যর অভিযোগ ছিল, সালমান মদ্যপ। বলিউডে অন্য নায়কদের সঙ্গে তার সম্পর্ক আছে ভেবে নাকি অ্যাশকে সন্দেহ করতেন সালমান। মানসিক এবং শারীরিক ভাবে সালমান তাকে হেনস্থা করেছিলেন বলেও অভিযোগ করেছিলেন বচ্চনবধূ।
তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সালমান কিংবা ঐশ্বরিয়া কেউই এ ব্যাপারে নতুন করে কোন মন্তব্য করেননি।
সারাবাংলা/টিএস/পিএ
আরও পড়ুন :
এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত সাদের নতুন ছবি
বলিউড জুড়ে শ্লীলতাহানির অভিযোগ
রিয়েল নয়, রিল লাইফ রসায়নে রণবীর-দীপিকা
তিশার প্রথম ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’
এক মঞ্চে চার সুপারস্টার
আরো দেখুন :
সারাবাংলা’য় আড্ডা। অতিথি : সংগীতশিল্পী তপু। উপস্থাপনা : পলাশ মাহবুব