Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তনুশ্রীর অভিযোগে বলিউডে গরম হাওয়া


১ অক্টোবর ২০১৮ ১৬:৪০ | আপডেট: ১ অক্টোবর ২০১৮ ১৬:৫২

তনুশ্রীর বিষ্ফোরক মন্তব্য, কি বললেন বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুর?

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্তের যৌন হেনস্থার অভিযোগে বলিউড পাড়ায় গরম হাওয়া বইছে। ‌‌‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রীর এমন সাহসী মন্তব্যে সবাই বাহবা দিচ্ছেন। কঙ্গনা রানৌত, সোনম কাপুর, টুইঙ্কেল খান্না, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেক বলিউড তারকা আছেন তাদের মধ্যে।

এবার সেই তালিকায় যুক্ত হলেন বরুণ ধাওয়ান। তিনি এখন ‌‘সুই ধাগা’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর ফাঁকেই তিনি তনুশ্রী দত্তের বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন। জানান নিজের মতামত।


আরও পড়ুন :  প্রশংসিত পূজা


বরুণ ধাওয়ান বলেন, ‌‘আমার নতুন সিনেমার প্রচারণা নিয়ে খুব ব্যস্ত রয়েছি। তাই বিষয়টি সম্পর্কে খুব বেশি অবগত নই। অল্প কিছু কানে এসেছে। আমার মনে হয় কাজের জায়গায় এটি খুব বড় ধরনের একটি সমস্যা। এখানে সহ-শিল্পীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। আমাদের ইন্ডাস্ট্রিকে আমাদেরই নিরাপদ রাখতে হবে।’

তিনি মনে করেন নারী, পুরুষ ও শিশুদের জন্য নিরাপদ কাজের পরিবেশ তৈরী করতে হবে। বরুণ বলেন, ‘আমি সম্মানের বিষয়টি নিয়ে কথা বলছি। ‌সব মানুষকে সম্মান দিতে হবে। কেউ যদি যৌন হেনস্তার বিষয়ে কোন ব্যক্তি সম্পর্কে অভিযোগ করেন তাহলে ঐ ব্যক্তির কথাও শুনতে হবে।’

এদিকে একই বিষয় নিয়ে কথা বলেছেন অর্জুন কাপুর। তিনি বলেন, ‌‌‘তনুশ্রী যা বলেছেন তা যদি সত্যি হয় তাহলে ইন্ডাস্ট্রির আর কেউ যেন এরকম ঘটনার সম্মুখিন না হন। আমাদের সম-অধিকারের কাজের পরিবেশ তৈরী করতে হবে। কর্মক্ষেত্রে নারীদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। যদি অভিযোগ সত্যি হয় তাহলে খতিয়ে দেখা উচিত।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম


আরও পড়ুন :

ভোট সংখ্যায় গড়মিল, পুনরায় চলছে গণনা

‘চোখের সামনে ইন্দ্রনীলের চেহারা ভেসে ওঠে’

মন্টিতে মুগ্ধ সা রে গা মা পা

ঐশীর মাথায় সেরা সুন্দরীর মুকুট


আরো দেখুন :

লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ

https://www.youtube.com/watch?v=Vlz9HVc3_tY

অর্জুন কাপুর তনুশ্রী দত্ত বরুণ ধাওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর