কি কারণে করণের এই ছবি!
২৭ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৬ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক।।
নিজের ইন্সটাগ্রামে একটি গ্রুপ ছবি পোস্ট করেছেন করণ জোহর। তা ছবিতো তিনি হরহামেশাই পোস্ট করেন। কিন্তু এই ছবিটি খানিক ব্যতিক্রম। কারণ করণের এই ছবিতে একসঙ্গে বলিউডের অনেক তারকার সমাগম ঘটেছে। ছবিতে আছেন বলিউড কিং শাহরুখ খান, আছেন মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানও। এছাড়াও আছেন হাল আমলের জনপ্রিয় তারকা আলিয়া ভাট। আর ইদানিংকালে আলিয়া ভাট যেখানে থাকেন সেখানে তার ছায়াসঙ্গী হয়ে থাকেন প্রেমিক রণবীর কাপুর। ছবিতে তাই রণবীরও আছেন। তবে মজার বিষয় হচ্ছে ছবিতে আছেন দীপিকা পাডুকোনও। যেই দীপিকা আবার রণবীর কাপুরের সাবেক প্রেমিকা। ছবিতে রণবীর কাপুর দীপিকার কাঁধ জড়িয়ে ধরে আছেন। মজা এখানেই শেষ না। কারণ করণের ছবিতে যে রণবীর সিংও আছেন। সবার নিশ্চয়ই জানা আছে রণবীর সিং দীপকা পাডুকোনের বর্তমান প্রেমিক। যার সঙ্গে দীপিকার বিয়ে প্রায় ঠিকঠাক। সব মিলিয়ে তারকাবহুল এই ছবিটিকে সাবেক এবং বর্তমানের মেলবন্ধনও বলা যায়। ছবিটি নিয়ে তাই এত হইচই।
আরও পড়ুন : রানু চরিত্রে নিজেকে ছাড়া অন্য কারো কথা ভাবিনি : জয়া
ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করার পর মূহুর্তেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভক্তদের মনে জন্ম নেয় কৌতুহল। তাহলে কি এবার করন জোহর তারকা সমৃদ্ধ কোন সিনেমা করতে যাচ্ছেন? নাকি পেছনে আছে অন্য কোনও কারণ! যদিও ছবির ক্যাপশনে কোনও ধরণের আভাস দেননি করণ জোহর।
ছবিতে রণবীর কাপুর যেমন দু’হাতে জড়িয়ে ধরেছেন রণবীর সিং এবং সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে। তেমনি বলিউড বাদশাহ শাহরুখ খানকে জড়িয়ে ধরে আছেন করণ জোহর আর আলিয়া। তার পাশেই মুখে স্মীত হাসি রেখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
ছবি দেখে হয়তো মনে হতে পারে নেহায়েত একসঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য তারা এক হয়েছেন। তবে ব্যস্ত সিডিউলের এই তারকারা শুধুমাত্র আড্ডা দেয়ার জন্যই এক হয়েছেন তেমনটা ভেবে নেয়াও মুশকিল। তাহলে করণের ছবির পেছনে লুকিয়ে আছে কি সেই কারণ? জানতে হয়তো কিছুটা সময় লাগতে পারে।
এদিকে সামনেই রনবীর সিং ও আলিয়া ভাট একসঙ্গে জয়া আখতারের গুল্লি বয় সিনেমায় অভিনয় করবেন। এছাড়া করণ জোহর পরিচালিত ‘তাখত’ সিনেমায়ও এই দু’জনকে দেখা যাবে।
অন্যদিকে রণবীর কাপুর আর আলিয়া ভাট অভিনয় করছেন ‘ব্রহ্মাস্ত্র’ সিমোয়। অয়ন মূখার্জী পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন করন জোহর।
সারাবাংলা/আরএসও/পিএম
আরো দেখুন :
লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ
https://www.youtube.com/watch?v=Vlz9HVc3_tY
আমির খান আলিয়া ভাট। করন জোহর দীপিকা পাডুকোন বণবীর কাপুর রণবীর সিং শাহরুখ খান