‘বাজার’ নিয়ে আসছেন সাইফ
২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২৬ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩৩
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ব্যবসা আর লভ্যাংশের জটিল হিসেব নিয়ে তৈরি হয়েছে ‘বাজার’ সিনেমা। ছবিটির ট্রেলার প্রকাশ পেয়েছে গতকাল (২৫ সেপ্টেম্বর)। ট্রেলারের পুরোটা জুড়েই রয়েছে মজার মজার সব সংলাপ। ছবিটি পরিচালনা করেছেন গৌরব কে চাওলা, প্রযোজনা করেছে এমি এন্টারটেইনমেন্ট এবং ক্যাটা প্রোডাকশনস। শেয়ার মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে থ্রিলার ধর্মী এই ছবির গল্প নেয়া হয়েছে অলিভার স্টোনের ‘ওয়াল স্ট্রিট’ থেকে।
বাজারে সাইফ আলী খানের চরিত্রটির নাম শাকুন কোঠারি। চরিত্রটি বেশ চালাক, উচ্চাকাঙ্ক্ষী এবং নিষ্ঠুর। ছবিটির আরেকটি চরিত্র রিজওয়ান আহমেদ। যে এলাহাবাদ থেকে মুম্বাই আসে শাকুনের সহকারী হতে। আহমেদ তাকে অনেক গভীরভাবে অনুসরণ করে, চেষ্টা করে নিজের যোগ্যতা শাকুনের কাছে তুলে ধরতে। চরিত্রটিতে অভিনয় করেছে রোহান মেহরা।
‘বাজার’ ছবিটি দিয়েই রোহান মেহরার অভিষেক হচ্ছে হিন্দী সিনেমায়। তার আরও একটি পরিচয় সে প্রয়াত অভিনেতা বিনোদ মেহরার ছেলে। ছবিটিতে আরও অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং ও রাধিকা আপ্তে। ‘বাজার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন পারভেজ শেখ এবং অসিম আরোরা। অক্টোবরের ২৬ তারিখে ভারতে মুক্তি পাবে ‘বাজার’।
‘বাজার’ ছাড়াও আরও কয়েকটি ছবিতে কাজ নিয়ে ব্যষ্ত আছেন সাইফ আলী খান। এর মধ্যে দুটি ছবির শিরোনাম ঠিক করা হয়নি। একটি পরিচালনা করবেন বিশাল ভর্দ্বাজ আরেকটি বানাবেন মুহিত সুরি। এছাড়াও নেটফ্লিক্সের ‘সেক্রেড গেমস’ সিরিজের দ্বিতীয় মৌসুমের কাজ করছেন সাইফ।
সারাবাংলা/টিএস/পিএ/পিএম