‘এক ভিলেন’ অর্জুন কাপুর
২৪ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:২০
এন্টারটেইনমেন্ট ডেস্ক।।
চার বছর আগে বলিউড পরিচালক মোহিত সুরি নির্মাণ করেছিলেন ‘এক ভিলেন’। তখন সিনেমাটি বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল। সিদ্ধার্থ মালহোত্রো, রীতেশ দেশমুখ ও শ্রদ্ধা কাপুর অভিনয় করেছিলেন ছবিটিতে। সেসময় ছবিটির গান বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এমনকি এখন পর্যন্ত সিনেমাটির গানের আবেদন ফুরায়নি।
আরও পড়ুন : শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব
সেই সফলতার ধারাবাহিকতায় এবার ‘এক ভিলেন’ এর সিক্যুয়াল নির্মিত হতে যাচ্ছে। তবে পাল্টে যাচ্ছে সিনেমার অভিনয় শিল্পী। সিদ্ধার্থ মালহোত্রোর জায়গায় দেখা যাবে অর্জুন কাপুরকে। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।
অর্জুন কাপুরের অন্তর্ভূক্তি নিয়ে পরিচালক মোহিত সুরি জানিয়েছেন, ‘এটা ঠিক আমরা “এক ভিলেন” সিনেমার সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছি। প্রথমটি সফল হওয়ার পর থেকে আমাদের পরিকল্পনা ছিল সিক্যুয়াল নির্মাণের। তাছাড়া দর্শকও চাইছিল ছবিটির যেন সিক্যুয়াল হয়। ছবির গল্প প্রায় গুছিয়ে এনেছি আমরা। এই গল্পে ঠিক কি থাকছে সেটা এখনই প্রকাশ করতে চাইছি না।’
এরইমধ্যে ছবিতে অভিনয়ের জন্য অর্জুন কাপুর চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। যদিও এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি ছবির বিষয়ে। তবে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম।
অর্জুন বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অক্টোবরের ১৯ তারিখে মুক্তি পাবে তার ‘নমস্তে ইংল্যান্ড’। এতে অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। এছাড়া বর্তমানে তিনি নেপালে ‘মোস্ট ওয়ান্টেন্ড’ সিনেমার শুটিং করছেন।
আরও পড়ুন : অক্টোবরে আসছেন মাহি-ডিএ তায়েব
আরো দেখুন :
https://www.youtube.com/watch?v=vub4QH28-FM
সারাবাংলা/আরএসও/পিএম