আবারও কলকাতার ছবিতে ফেরদৌস
২১ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
নতুন আরও একটি সিনেমায় অভিনয় করছেন ফেরদৌস। সিনেমাটি বাংলাদেশী নয়। তবে পরিচালক হিসেবে থাকবেন বাংলাদেশের মিনহাজুল ইসলাম। ছবির নাম ‘হৃদয়ের গহীনে’।
এতে বাংলাদেশ থেকে তিনি ছাড়াও অভিনয় করার কথা রয়েছে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার। এছাড়া কলকাতা থেকে সৌমিত্র চ্যাটার্জী, শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত এবং সোহিনী সরকার ছবিতে অভিনয় করবেন বলে জানিয়েছেন পরিচালক।
সিনেমাটি প্রসঙ্গে ফেরদৌস সারাবাংলাকে বলেন,
‘নতুন ছবির গল্পটি আমি শুনেছি। চমৎকার গল্প। সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।’
এদিকে শ্রীলেখা মিত্র ছবিতে অভিনয়ের ব্যাপারে কারও সঙ্গে কথা হয়নি বলে জানান। সারাবাংলাকে তিনি বলেন,
‘বাংলাদেশী পরিচালকের কলকাতার সিনেমায় কাজ করার তথ্যটি সঠিক নয়। এটি নিয়ে আমার কারও সঙ্গে আলাপ হয়নি।’
শ্রীলেখা মিত্রর এমন কথার প্রেক্ষিতে পরিচালক মিনহাজুল ইসলাম বললেন ভিন্ন কথা। তিনি বলেন,
‘কলকাতা অংশের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করে সিনেমায় চুক্তিবদ্ধ করার দায়িত্ব সেখানকার একজন সহযোগীকে দেয়া হয়েছে। তিনি হয়তো এখনও শ্রীলেখা মিত্রর সঙ্গে কথা বলেননি।’
অন্যদিকে রজতাভ দত্তর সঙ্গে সারাবাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনিও নিশ্চিত করে কিছু বলেন নি। তিনি বলেন,
‘কয়েকটি ছবিতে অভিনয়ের বিষয়ে কথা চালাচালি হচ্ছে।’
ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। জানা গেছে, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু হবে। ছবির বেশিরভাগ শুটিং হবে কাশ্মীরে।
মিনহাজুল ইসলাম পরিচালিত ‘মেঘকন্যা’ ছবিটি মুক্তির তালিকায় রয়েছে। এতেও অভিনয় করেছেন ফেরদৌস। এছাড়া ফেরদৌস চুক্তিবদ্ধ হয়েছেন ‘জ্যাম’, ও ‘গাঙচিল’ ছবিতে। দু’টি ছবিতেই তার বিপরীতে দেখা যাবে ঢালিউডের মিষ্টি মেয়ে পূর্ণিমাকে।
সারাবাংলা/আরএসও/পিএ
তানজিন তিশা ফেরদৌস রজতাভ দত্ত শ্রীলেখা মিত্র সোহিনী সরকার। সৌমিত্র চ্যাটার্জী হৃদয়ের গহীনে