‘আমার চরিত্রটি অনেকের সঙ্গে মিলে যাবে’
১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫১ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
‘এটি একটি মৌলিক গল্পের ছবি। আমি ছাড়া এই ছবিতে যারা অভিনয় করেছেন তারা সবাই বড় বড় তারকা। আমি চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে অভিনয় করতে।’
নিজের মুক্তি প্রতীক্ষিত ছবি প্রসঙ্গে এভাবেই সারাবাংলার কাছে অনুভূতি প্রকাশ করেছেন চিত্রনায়ক কায়েস আরজু। আগামী ৫ অক্টোবর মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘আমার প্রেম আমার প্রিয়া’। পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
আরও পড়ুন : তবে কি শাকিব-বুবলি জুটির জনপ্রিয়তা কমছে?
এর আগে কয়েকবার ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে অভ্যন্তরীন সমস্যার কারণে ছবিটি মুক্তি পায়নি। এ প্রসঙ্গে আরজু বলেন-
‘সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ অক্টোবর মুক্তি পাবে ‘আমার প্রেম আমার প্রিয়া’। তবে যদি জাজ মাল্টিমিডিয়া ২১ তারিখের বদলে ২৮ তারিখ তাদের আমদানিকৃত শাকিব খানের ছবিটি মুক্তি দেয় তাহলে আবারও মুক্তির তারিখ পেছাবে। যদিও জাজ থেকে জানানো হয়েছে ২১ তারিখেই তারা মুক্তি দেবে।’
এই ছবিতে আরজু একজন নাপিতের ছেলের চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন পরীমনি। যিনি ছবিতে চেয়ারম্যানের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তাদের দু’জনে প্রেম হবে। প্রেমের পরও নানারকম বাধার সম্মুখীন হতে হয় তাদের।
এমন কাহিনীর ছবি আগেও বাংলাদেশে হয়েছে। এই ছবির নতুত্ব কি? প্রশ্নের উত্তরে আরজু বলেন-
‘বাংলাদেশের মানুষ যেমন ধরনের ছবি দেখতে চায়, এটি ঠিক তেমন ধরনের ছবি। গ্রামবাংলার ছবি এটি। ছবিতে আমার চরিত্রটি অনেকের সঙ্গে মিলে যাবে। আর নতুনত্ব বলতে, কোন ছবি একবারে ভিন্ন কাহিনীর হয়না। কোন না কোনভাবে অন্য ছবির সঙ্গে মিলে যায়। তবে উপস্থাপনায় ভিন্নতা থাকে।পরিচালক এই ছবিটি অন্যরকমভাবে নির্মাণ করেছেন।’
পরীমনির সঙ্গে অভিনয় করে বেশ উচ্ছ্বসিত আরজু। তার কাছে পরিমনি বাংলাদেশের অন্যতম সেরা অভিনেত্রী। তিনি বলেন-
‘পরীমনি এক কথায় দুর্দান্ত অভিনয় করেন। শাবনুরের পরে যদি কেউ যদি ভালো অভিনয় করেন সে পরিমনি। ব্যক্তি জীবনে আমরা অনেক ভালো বন্ধু।’
কায়েস আরজু প্রথম অভিনয় করেছিলেন ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমায়। ছবিটির গান তখকার সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। পরবর্তীতে তিনি ‘বাজাও বিয়ের বাজনা’, ‘মন তোর জন্য পাগল’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি এই অভিনেতা মডেল হয়েছিলেন একটি গানের মিউজিক ভিডিওতে।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।
আরও পড়ুন :
গায়েব হচ্ছে মোবাইল, ত্রাতার ভূমিকায় কে? * কে হচ্ছেন সুপারম্যান?
নবাবহীন পাঁচ বছর * আইটেম নেচে কে কত নেন?
সারাবাংলা/আরএসও/পিএম