Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় মঞ্চ মাতাবেন জেমস


৭ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২৩

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

জেমসের গান পছন্দ করেন না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না বললে নেহায়েত ভুল বলা হবে না। শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশও দারুণ জনপ্রিয় এ রকার।

মাঝে মাঝে জেমস ভক্তদের সামনে দেখা দেন। হাজির হন স্টেজে। গান গেয়ে মাতিয়ে রাখেন ভক্তদের। আবারও সামনে হাজির হচ্ছেন জেমস। আজ (৭ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের ফিজিক্যাল কলেজ মাঠে গান শোনাবেন। শুধু জেমস একা নন, তার সঙ্গে দর্শক মাতাবেন ‌মাকসুদ ও ঢাকা,‌ মেহরিন এবং আর্টসেল।

‘গর্বিত বাংলাদেশি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হচ্ছে কানসার্ট অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি আয়োজন করেছে আইআরবি ইভেন্ট লিমিটেডে। এতে সহযোগীতা করছে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়।

অনুষ্ঠিতব্য কনসার্ট প্রসঙ্গে আইআরবি ইভেন্ট লিমিটেডের কর্ণধার মইন আল হেলাল সুপল বলেন, ‘নগরবাসীকে বিনোদন দিতে কাজ করে যাচ্ছে আইআরবি ইভেন্ট লিমিটেড। এর আগে আমরা সফলতার সাথে অনেকগুলো কনসার্টের আয়োজন করেছিলাম।’

কনসার্টে প্রবেশের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। প্রবেশকারী সকলের র‌্যাফেল ড্র’র মাধ্যমে পুরষ্কার জেতারও সুযোগ রয়েছে।  দুপুর ৩টা থেকে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। কনসার্টে গান পরিবেশনের ফাঁকে ফাঁকে বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকান্ডের প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হবে বলে জানা গেছে।

সারাবাংলা/আরএসও/টিএস

আর্টসেল কনসার্ট গর্বিত বাংলাদেশি জেমস মাকসুদ ও ঢাকা মেহরিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর