মুন্নি এখন ‘পটাকা’
৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
কোন সিনেমায় তাকে নায়িকা হতে হয়নি, শুধু মাত্র নেচেই ভারতের যেকোন নায়িকার চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন মালাইকা আরোরা খান। ‘দিল সে’ সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ গানটিতে তিনি নেচেছিলেন শাহরুখ খানের সঙ্গে।
গানটি এতো জনপ্রিয় হয়েছিল যে সেবছর ভারতের জাতীয় সংগীতের চেয়েও বেশিবার গাওয়া হয় গানটি। এরপর ‘মুন্নি বদনাম হুয়ি’ দিয়ে তো ইতিহাস পাল্টে দেন তিনি। পাল্টে দেন বলিউডি আইটেম গানের প্রচলিত নাচের ধরনও।
তবে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর কিছুটা চুপসে গেছিলেন মালাইকা। তিন বছর সিনেমার কোন কাজও করেননি তিনি। একদম আড়ালে চলে যাওয়া এই নায়িকার দিকে প্রথম দৃষ্টি পড়ে বিশাল ভর্দ্বাজের। নিজের পরবর্তী সিনেমা ‘পটাকা’য় নাচের জন্য তাকে চুক্তিবদ্ধ করেন তিনি।
২০১৫-এ ‘ডলি কি ডোলি’ ছবিতে শেষবার নেচেছিলেন মালাইকা। তিনবছর পর ‘পটাকা’ ছবিতে কোমড় দোলালেন তিনি। তারই একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেণ মালাইকা। কালো ঘাগরা চোলিতে তাকেও দেখতেও লাগছিল বেশ। ‘পটাকা’য় যে গানটিতে নেচেছেন মালাইকা, সেটি গেয়েছেন রেখা ভর্দ্বাজ। গানটি কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য।
উল্লেখ্য, পটাকা মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর। এতে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, রাধিকা মদন ও সুনিল গ্রোভার।
সারাবাংলা/টিএস/পিএ