দুই যুগ পর একসঙ্গে অভিনয়
৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২৪ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৩
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ঘোষণার পর থেকেই ‘কলঙ্ক’ ছবি নিয়ে আলোচনা চলছে। করণ জোহরের নতুন সিনেমা হওয়াতে সবার নজর এদিকেই। তাছাড়া ছবিটির খবরাখবর রাখার মতো যথেষ্ট কারণও আছে।
এই ছবিতে অভিনয় করছেন নতুন পুরনো জনপ্রিয় অনেক তারকা। সিনেমার গল্পও তৈরি করা হয়েছে নতুন আর পুরনো সময়কে এক সুঁতোয় গেঁথে। তবে দর্শক-ভক্ত সবচেয়ে বেশি খেয়াল রাখছেন মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের দিকে। এই দুই জনপ্রিয় বলিউড তারকাও নাকি অভিনয় করছেন কলঙ্ক ছবিতে।
আরও পড়ুন : ‘শাহেনশাহ’র চমকে এভ্রিলকে এগিয়ে রাখছেন নেটজেনরা, তবে…
বলিউড হাঙ্গামা জানাচ্ছে, দুই দশক পর এই দুই তারকাশিল্পী আবার একসঙ্গে অভিনয় করছেন। গত দুই তিন ধরে চলছে তাদের অংশের দৃশ্যধারণ। সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখন তাদের নাটকীয় সব দৃশ্যের শুটিং চলছে। ৫ সেপ্টেম্বর থেকে মাধুরীর একটা মুজরা নাচের দৃশ্যে অংশ নেয়ার কথা। এই অংশে মাধুরী পাবেন তার প্রিয় নৃত্যপরিচালক সারোজ খান ও রেমো ডি’সুজাকে।
‘ধাক-ধাক’ গার্ল খ্যাত মাধুরী আর ‘খলনায়ক’ সঞ্জয় দত্ত, নব্বই দশকের পর্দা কাঁপানো জুটি। বলিউডে যেমন তাদের জুটির নাম-ডাক ছিল, তেমন ব্যক্তিগত সম্পর্ক নিয়েও আলোচনাও কম ছিল না। প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন এই দুই তারকা। তবে একটা সময় সম্পর্কের অবনতি হয় তাদের। তারপর থেকেই আর একসঙ্গে অভিনয় করেননি তারা।
ছবিতে আরও অভিনয় করছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর, সোনাক্ষী সিনহা। অল্প সময়ের জন্য অভিনয় করতে দেখা যাবে কুনাল খেমু ও কাইরা আদভানিকে। ‘কলঙ্ক’ ছবিটি পরিচালনা করছেন অভিষেক বর্মন। ছবিটি আগামী বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন :
‘ছবিতে আমার চরিত্রটি সত্যিই চমকপ্রদ’ * আসিফ-কর্নিয়ার ‘এলোমেলো জীবন’
ছবির নাম ‘চেহারা ছবি’ * ‘সালমানের বাবার কারণেই আমি শাহরুখ হয়েছি’
সারাবাংলা/পিএ/পিএম