এফডিসিতে হবে সালমান শাহ’র জন্ম উৎসব
২ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫৩ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৮ ২০:০৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
সেপ্টেম্বরের ১৯ তারিখে সালমান শাহের জন্মদিন। বেঁচে থাকলে এখন তার বয়স হতো ৪৭ বছর। বাংলা চলচ্চিত্রে তার আগমন ধূমকেতুর মতো আকস্মিক, তার প্রস্থানে চলচ্চিত্র জগতে স্থায়ী হয়ে গেছে বিরহ। যে কারণে মৃত্যুর এতো বছর পরও তিনি বেশ ভালো ভাবেই প্রাসঙ্গিক ও আলোচিত।
জন্মবার্ষিকী উপলক্ষে এবার আয়োজিত হবে সালমান শাহ উৎসব এবং তারকা মেলা। আয়োজন করবে সালমান শাহ স্মৃতি পরিষদ। আগামী ২৯ সেপ্টেম্বর দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি চত্ত্বরে আলোচনা সভা, কেক কাটা, স্মৃতি সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকা মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকরা।
আরও পড়ুন : ‘কলকাতার মানুষও গানটি শুনছে’
অনুষ্ঠানে চলচ্চিত্র টেলিভিশন ও সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় তারকাশিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
এ উপলক্ষে সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এসএম শফি জানান, সালমান শাহ’র জন্মবার্ষিকী উদযাপনের জন্য চলচ্চিত্র, সঙ্গীত, নৃত্য, বিনোদন সাংবাদিকসহ মিডিয়ার বরেণ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এখন অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করে যাচ্ছে।’
সালমানকে ধরা হয় ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও পরে তিনি চলচ্চিত্রে একজন জননন্দিত শিল্পী হয়ে উঠেন। ১৯৯৩ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত। ছবিটির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনেরও অভিষেক হয়।
সারাবাংলা/টিএস/এএসজি