নারী নির্যাতন নিয়ে ছবি প্রযোজনা করছেন অজয় দেবগন
৩১ আগস্ট ২০১৮ ১৭:৩০ | আপডেট: ৩১ আগস্ট ২০১৮ ১৭:৩৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক।।
প্রযোজক-পরিচালক লাভ রঞ্জনের দুটি ছবিতে অভিনয় করছেন অজয় দেবগন। তার মধ্যে একটি ‘দে দে পেয়ার দে’। এটির এখন শুটিং চলছে। লাভ রঞ্জনের প্পরযোজনায় ছবিটি পরিচালনা করছেন আকিভ আলী। অন্যটি প্রযোজনা করছেন অজয় দেবগন ও রণবীর কাপুর। যেটি পরিচালনা করবেন লাভ রঞ্জন।
এবার অজয় দেবগণ ও লাভ রঞ্জন যৌথভাবে নতুন একটি প্রযোজনা করবেন। ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে এটি পরিচালনা করবেন ওমের্তা খ্যাত পরিচালক হানসাল মেহতা। খবরব বলিউড হাঙ্গামার।
এরইমধ্যে নতুন সেই ছবির চিত্রনাট্যের লেখার কাজ শুরু হয়ে গেছে। শিগগিরই এবিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।
অজয় এখন ‘দে দে পেয়ার দে’ ছরি শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে অজয়ের সঙ্গে রাকুল প্রীত সিং ও টাবু অভিনয় করছেন। অভিনেতা অজয় দেবগন অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাও করছেন। তার প্রযোজিত সবশেষ ছবি ’হেলিকপ্টার এলা’ খুব শিগগির মুক্তি পাবে। এতে তার স্ত্রী কাজল অভিনয় করেছেন। হিন্দির পাশপাশি মারাঠি ছবিও প্রযোজনা করছেন অজয়।
অজয়-লাভ রঞ্জন প্রযোজিত নির্মিতব্য ছবিটি হবে কমেডি ঘরানার। এছাড়াও সামাজিক বিভিন্ন বিষয় যেমন, নারীদের ওপর পুরুষদের নির্যাতনসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
সারাবাংলা/আরএসও/পিএ