Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তায় নাচলেন নায়িকারা


৩০ আগস্ট ২০১৮ ১৮:৫১

নায়িকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

দঙ্গল ছবিতে আপন বোনের চরিত্রে অভিনয় করেছিলেন ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা। সেখান থেকেই দুজনের বন্ধুত্ব। এরপর থেকে বলতে গেলে ছায়ার মতো একে অপরকে অনুসরণ করেন দুজন। বিভিন্ন দেশে ঘুরেও বেড়ান একসঙ্গে। সম্প্রতি তারা ইউরোপ দেখতে বের হয়েছেন। সেখান থেকে ভ্রমণের সুন্দর ছবিও শেয়ার করছেন দুজনে।

বৃহস্পতিবার, ফাতিমা একটি মজার ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যেখানে সানিয়াকে সঙ্গে নিয়ে ইউরোপের রাস্তায় নাচতে দেখা গেছে তাকে। এ সময় নাচতে নাচতে সানিয়াকে একতোড়া ফুল দেন ফাতিমা। নাচের মুদ্রাও ছিলো এমন যে, সানিয়াকে পটাতে চাচ্ছেন দঙ্গল কন্যা।

ভিডিও ক্যাপশনে ফাতিমা লিখেছেন, ‘ইউরোপে বিন্দাস আছি। বিশ্বাস করতে পারছি না সানিয়া। আমাকেও কিছু করতে দাও।’ উত্তরে সানিয়া লিখেছেন, ‘ওহ প্লীজ ফাতিমা। আইডিয়া আমার আর নাচলে তুমি। যাই হোক, বিরতিতে তো চলবেই।’

মূলত সিনেমার কাজের বিরতিতেই ঘুরতে বের হয়েছেন দুজন। আর কদিন বাদেই নিজের ‘পাটাকা’ ছবির প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন সানিয়া। ছবিটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ। এছাড়াও আয়ুষ্মান খুড়ানার সঙ্গে ‘বাড়াই হো’ শিরোনামের আরো একটি ছবিতে কাজ করছেন সানিয়া।

অপরদিকে ফাতিমা ব্যস্ত হয়ে পড়বেন ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবির কাজে। যেখানে আমির খান, ক্যাটরিনা কাইফ ও অমিতাভ বচ্চনও অভিনয় করছেন।

https://www.instagram.com/p/BnF7fiuHJFZ/?taken-by=fatimasanashaikh

সারাবাংলা/টিএস

ফাতিমা সানা শেখ সানিয়া মালহোত্রা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর