Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করণ জোহরকে সঙ্গী করছেন আরিয়ান


২৯ আগস্ট ২০১৮ ১১:৫৫ | আপডেট: ২৯ আগস্ট ২০১৮ ১৩:৫১

আরিয়ান খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলিউড বাদশাহ শাহরুখ খানের তিন সন্তানের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয় সুহানা খানের নাম। এরপরই মিডিয়ার মনোযোগ কেড়ে নেন ছোট্ট আব্রাম। এই জায়গাটিতে ‘বড় ছেলে’ আরিয়ান খান কিছুটা পিছিয়েই আছেন বলতে হয়। পড়াশোনা, বন্ধুবান্ধবের বাইরে সেলিব্রেটি গসিপে খুব একটা নেই তিনি। তবে আরিয়ান না চাইলেও তাকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। বি-টাউনে খবর রটেছে, অল্পদিনের মধ্যেই সিনেমায় নাম লেখাচ্ছেন এই স্টারকিড।

বিজ্ঞাপন

আরিয়ানের সিনেমায় আসার গুঞ্জনে প্রশ্ন উঠেছে কার নির্দেশনায় প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াবেন কিংখান তনয়? ভারতীয় বেশ কয়েকটি পত্রিকা জানাচ্ছে, করণ জোহরই হতে যাচ্ছেন সেই ভাগ্যবান নির্মাতা যার সিনেমায় অভিনয় করবেন শাহজাদা আরিয়ান। কারণ স্টারকিডদের অভিষেক করানোর ব্যাপারে করণের জুড়ি মেলা ভাড়। আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ানের মতো তারকারা বলিউডে এসেছে করণের হাত ধরে। এছাড়াও শাহরুখের সঙ্গে করণের বন্ধুত্বকেও গুরুত্বপূর্ণ কারণ মানছেন অনেকে।

আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে অভিষেক হবে আরো একজন তারকা সন্তানের। শোনা যাচ্ছে, শ্রীদেবীর ছোট মেয়ে খুশী কাপুরকেও দেখা যাবে একই সিনেমায়। করণের ‘কুচ কুচ হোতা হ্যায়’ ধাঁচের একটি নিরেট প্রেমের ছবিতে দেখা যাবে আরিয়ান ও খুশীকে। সঙ্গে থাকবেন আরও একজন নায়িকা। তবে সিনেমায় তৃতীয় নায়িকা প্রসঙ্গে এখনো নিশ্চিত কিছু বলতে পারেননি কেউ।


আরও পড়ুন :  কানসূতা’র দ্বিতীয় আসর


এদিকে, মাস থানেক আগেই করণকে মাধ্যম করে পর্দায় মুখ দেখিয়েছেন জাহ্নবী কাপুর। তার ছবি ‘ধড়ক’ ব্যবসাও করেছে বেশ। নাচ, অভিনয় ও পর্দায় ইশান খাত্তারের সঙ্গে রোমান্সে বেশ প্রশংসাও কুড়াচ্ছেন শ্রীদেবী তনয়া। তার সাফল্যের কারণেই সামনে এসেছে খুশী কাপুরের নাম। করণ জোহরের কল্পনাতে নাকি আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে বসে আছেন খুশী!

বিজ্ঞাপন

তবে সিনেমার ঘোষণা হয়তো খুব তাড়াতাড়ি শোনা যাবে না। অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। করণ জোহর চাচ্ছেন ছোট ছোট খবরের মাধ্যমে এই জুটিকে আগে দর্শকের সঙ্গে পরিচিত করাবেন। তারপর শুরু করবেন সিনেমার কাজ। এর ফাঁকে চিত্রনাট্য ও লোকেশন দেখার কাজটি সেড়ে রাখতে চাচ্ছে করণের ধর্ম প্রোডাকশন।

সারাবাংলা/টিএস/পিএম

আরিয়ান খান করণ জোহর খুশী কাপুর শাহরুখ খান শ্রীদেবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর