Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অচেনা অন্ধকারের গল্পে ‘লাভ সোনিয়া’


২৪ আগস্ট ২০১৮ ১৯:৫৪ | আপডেট: ২৫ আগস্ট ২০১৮ ১১:৪৯

লাভ সোনিয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

অস্কার পাওয়া দুটি ছবির সঙ্গে যুক্ত ছিলেন তাবরেজ নুরানী। ‘স্লামডগ মিলোনিয়ার’ ও ‘লাইফ অফ পাই’ ছবিতে নুরানী ছিলেন লাইন প্রডিউসার। এছাড়াও অ্যাঞ্জেলিনা জোলির ‘আলেক্সান্ডার’ ছবিটি প্রযোজনা করে আগেই নিজেকে হলিউডে চিনিয়ে রেখেছিলেন এই ভারতীয়। এবার তিনি এসেছেন সিনেমা পরিচালনায়। তার নির্মিত ‘লাভ সোনিয়া’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

লাভ সোনিয়া সেক্স ট্রাফিকিংয়ের সঙ্গে জড়িত আন্তর্জাতিক একটি চক্রের গল্প। এক কিশোরী নিজের বোনকে উদ্ধার করে আনতে স্বেচ্ছায় জড়িয়ে পড়ে দলটিতে। ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। মাত্র ২ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিও। সেখানেই অন্ধকার জগত থেকে গভীর সত্যকে যেন টেনে হিঁচড়ে বের করে আনার চেষ্টা করেছেন পরিচালক তাবরেজ নুরানী।

লাভ সোনিয়া ছবিতে বুকের ভিতর জমা কান্নাকে রূপালী পর্দায় ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন নুরানী। ট্রেইলারেই প্রকাশ পেয়েছে বোন হারানো আরেক বোনের আর্তনাদ। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে লাভ সোনিয়া। আর এই ছবিতেই উঠে এসেছে মুম্বাই ও দুবাইয়ের পতিতাপল্লীর ঘটনা। বোনকে খুঁজতে আরেক বোন পা রাখবে অন্ধকার জগতে। তার এই প্রতিজ্ঞাবদ্ধ অসহায় যাত্রায় দেখা হবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে।

জুনের ২১ তারিখ লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়েছে লাভ সোনিয়া। ভারতে ছবিটি মুক্তি পাবে ২১ সেপ্টেম্বর। এতে অভিনয় করছেন আদিল হোসেন, অনুপম খের, রাজকুমার রাও, রিচা চাড্ডা, ডেমি মুর, মনোজ বাজেপেয়ী, ফ্রিদা পিন্টো ও মুনাল ঠাকুর।

সারাবাংলা/টিএস/পিএম

অনুপম খের আদিল হোসেন ডেমি মুর তাবরেজ নুরানী ফ্রিদা পিন্টো মনোজ বাজেপেয়ী মুনাল ঠাকুর রাজকুমার রাও রিচা চাড্ডা লাভ সোনিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর