Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোট পর্দায় ঈদের তৃতীয় দিনের আয়োজন


২৩ আগস্ট ২০১৮ ১৯:১১ | আপডেট: ২৩ আগস্ট ২০১৮ ১৯:১৫

টিভি আয়োজন বিউটি বধু

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ঈদের তৃতীয় দিন (২৪ আগস্ট) দেশের অনুষ্ঠান প্রধান টিভি চ্যানেলগুলোতে থাকছে সিনেমা, নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকসহ নানা আয়োজন।

ঈদের চতুর্থ দিন জিটিভিতে (গাজী টিভি) প্রচার হবে নাটক ‘চারুলতা কেমন আছো তুমি’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চারুলতা’ চরিত্র অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। কামাল খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মৌসুমী নাগ, নিরব, আহসান হাবিব নাসিম, স্বাগতা, দীপা খন্দকার।

একই চ্যানেলে একই দিনে রাত ১১টায় দেখা যাবে ঈদের বিশেষ আঞ্চলিক নাটক ‘বিউটি বদু’। নাটকটি পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার, আর এতে অভিনয় করেছেন শখ, আরফান আহমেদ।

এটিএন বাংলা চ্যানেলে দর্শকরা দেখতে পাবেন বাংলায় ডাবিংকৃত হলিউড মুভি। ছবির নাম ‘ব্রেভহার্ট’ পরিচালনা করেছেন মেল গিভসন। ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ছবিটি। একই দিনে বেলা ১টা ৩০ মিনিটে হবে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘পায়েল বাজে’।

ঈদের তৃতীয় দিন দীপ্ত টিভিতে রাতে টানা তিনটি একক নাটক দেখার সুযোগ রয়েছে দর্শকদের। ৯টায় প্রচার হবে একক নাইম-তিষা অভিনীত নাটক ‘সানাই’। রাত ১১টায় প্রচার হবে একক নাটক ‘অন্ধ বিহঙ্গ’।

অভিনয়শিল্পী দম্পতি মোশারফ করিম, জুঁই করিম অভিনীত নাটক ‘হাসতে মানা’ প্রচার হবে দীপ্ত টিভিতে শুক্রবার রাত ১২টায়।

ঈদের তৃতীয় দিন রাতে মাছরাঙা টিভিতে প্রচার হবে দুটি নাটক ও একটি টেলিফিল্ম। রাত ৯টায় প্রচার হবে নাটক ‘ঠিকানা’। রাত ১০টা ৩০ মিনিটে নাটক ‘একদিন প্রতিদিন’ এবং রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘নেগেটিভ পজেটিভ’।

নাটকে ভরপুর চ্যানেল বাংলাভিশন। সাত পর্বের চারটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে ঈদুল আজহায়। এগুলোর মধ্যে অন্যতম ‘চিরকুমার এর শপথ’। ঈদের দিন থেকে সাত দিন রাত ১১টায় প্রচার হচ্ছে এটি। নাটকটি পরিচালনা করেছেন সালাহ্‌উদ্দিন লাভলু। নাটকে অভিনয়ও করেছেন তিনি। আরও আছেন নিলয় আলমগীর, শ্যামল মাওলা, মৌসুমী হামিদ, সানজিদা প্রীতি।

বিজ্ঞাপন

অভিনয়শিল্পী দম্পতি মোশাররফ করিম ও জুই করিমের টেলিফিল্ম ‘দানব’। ঈদের তৃতীয় দিন বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে বাংলাভিশনে। অশোক বশাকের রচনায় এটি পরিচালনা করেছেন আজাদ কালাম।

‘বড় ছেলে’ খ্যাত পরিচালক মিজানুর রহমান আরিয়ান। ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৫ মিনিটে তার নাটক প্রচার হবে এনটিভিতে। নাটকের নাম ‘ফেসবুক ছাড়ার ছয়টি উপায়’। এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, সিফাত শাহরিন, ইয়াশ রোহান।

সারাবাংলা/পিএ/টিএস

ঈদ টিভি আয়োজন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর