‘সারাবাংলায় আড্ডা’ অনুষ্ঠানের অতিথি আসিফ আকবর
২১ আগস্ট ২০১৮ ২০:১০ | আপডেট: ২৩ আগস্ট ২০১৮ ১৭:২৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
সারাবাংলা’র স্টুডিও ভিত্তিক আয়োজন ‘সারাবাংলায় আড্ডা’। নতুন এই আয়োজনের আজকের পর্বের অতিথি হিসেবে আছেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর।
সাম্প্রতিক সময়ে আসিফ আকবর নানা কারণেই আলোচিত। নতুন নতুন গান রিলিজ ছাড়াও মামলা, জেল-জামিন নিয়েও আছেন আলোচনায়। সারাবাংলা’য় আড্ডা অনুষ্ঠানে এই সব বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। আড্ডায় উঠে এসেছে আরও নানা প্রসঙ্গ।
‘সারাবাংলায় আড্ডা’ উপস্থাপনা করেছেন সারাবাংলার উপ সম্পাদক পলাশ মাহবুব। অনুষ্ঠানটি আজ (২১ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটে সারাবাংলার ফেসবুক পেজে প্রচারিত হবে।
অনুষ্ঠানটির ইউটিউব লিংক- (আপডেট ২৩ আগস্ট)
https://www.youtube.com/watch?v=LtQWltCxTCU
সারাবাংলা/পিএ